শোক
সাবেক মুখ্যসচিব কামাল সিদ্দিকী মারা গেছেন
সাবেক মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে।
সোমবার আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
কামাল সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩২ দিন আগে
নজরুল ইসলামের পিতার মৃত্যুতে ডিক্যাবের গভীর শোক
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) সদস্য ও ঢাকা পোস্ট’র কূটনৈতিক প্রতিবেদক নজরুল ইসলামের পিতা মো. নুরুল আমিনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
বুধবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজ জেলা লক্ষ্মীপুরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
ডিক্যাব সভাপতি একে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
তারা বলেন, মরহুম নুরুল আমিন ছিলেন একজন সদালাপী, সৎ, ধর্মপ্রাণ ও সবার প্রিয় মানুষ। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, বন্ধুমহল ও শুভানুধ্যায়ীরাও হারালেন এক আন্তরিক ব্যক্তিত্ব।
মরহুম নুরুল আমিন স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
৪১ দিন আগে
এবার আরেক অগ্নি যোদ্ধার মৃত্যু
গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
ডা. শাওন জানান, ‘গত সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। আজ দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।’
লালমনিরহাটে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার, বড় দুর্ঘটনার আশঙ্কা
এর আগে মঙ্গলবার একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা গেছেন। তার শরীরও ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে দুইজন আহত ফায়ার ফাইটারের মধ্যে একজনের ৪২ শতাংশ ও অন্যজনের ৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা জসিম জানান, ‘টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দুইজন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
নুরুল হুদার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার এলাকায়। তিনি আব্দুল মনসুর ও সিরিনা খাতুন দম্পতির ছেলে।
নুরুল হুদা ২০০৭ সালের মার্চে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।
৭১ দিন আগে
বদরুদ্দীন উমর আর নেই
লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ১০টা দিকে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমর। রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন বদরুদ্দীন উমর। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি। এ ছাড়াও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন এই বামধারার বুদ্ধিজীবী।
এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।
২০২৫ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন, কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।
৮৯ দিন আগে
বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি শনিবার
বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী মরহুম আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে।
কুলখানি উপলক্ষে মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জাসি’আ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের পানপাড়া ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
তিনি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা। দুই দফা নামাজে জানাজা শেষে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
গেল সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মকবুল আহমেদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
৯১ দিন আগে
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন
সিনিয়র সাংবাদিক ও নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ৩০ মে তিনি বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।
গত সপ্তাহে আবার অসুস্থ হয়ে পড়ে বর্ষীয়ান এই সাংবাদিক। ফলে তাকে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।
তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পড়ুন: মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার
এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল। চার বছর আগে আলমগীর মহিউদ্দিনের স্ত্রী মারা গেছেন।
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন মহিউদ্দিন।
আলমগীর মহিউদ্দিন দুই মেয়ে বাবা।
১০৩ দিন আগে
পরমাণু বিজ্ঞানী শমশের আলীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক
পরমাণু বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. এম শমশের আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পরমাণু বিজ্ঞানী শমশের আলীর অসামান্য অবদান রয়েছে। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন: আব্দুস সবুরের মৃত্যুতে বাণিজ্য উপদেষ্টা ও সচিবের শোক
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শমশের আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
১২৩ দিন আগে
আব্দুস সবুরের মৃত্যুতে বাণিজ্য উপদেষ্টা ও সচিবের শোক
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আব্দুস সবুরের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
পৃথক শোকবার্তায় বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য ,আব্দুস সবুর ৫ ডিসেম্বর ১৯৯০ কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন এবং ১ জানুয়ারি ২০১৫ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ে অফিস সহায়ক হিসেবে যোগদান করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১২৮ দিন আগে
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সম্মিলিত পেশাজীবী পরিষদের সুষ্ঠু তদন্তের দাবি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
মঙ্গলবার (২২ জুলাই) সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্যসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এক শোকবার্তায় এ সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর দরবারে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই প্রার্থনা করছি।’
তারা আরও বলেন, ‘আহতদের সুচিকিৎসায় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। পাশাপাশি দর্শনার্থী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতাল বা বার্ন ইনস্টিটিউটে ভিড় না করারও অনুরোধ জানাচ্ছি।’
শীর্ষ এই দুই নেতা বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর প্রতিকারে উদ্যোগ নিতে হবে। গত তিন দশকে বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা ঘটেছে। বিমানবাহিনীর বেশির ভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে, যা পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ বা এফ-৭ টাইপ বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে। প্রাণহানি ঘটছে সাধারণ মানুষের। এবার পুড়ে অঙ্গার হলো অনেক শিশু। আমরা এভাবে আর কোনো মৃত্যু দেখতে চাই না।
এমন দুর্ঘটনা আমাদের সবার জন্য বেদনাদায়ক উল্লেখ করে বিএসপিপি নেতারা বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের দুর্ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।’
১৩৫ দিন আগে
বিমান দুর্ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।
এ উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। কোনো কোনো কর্মকর্তা-কর্মচারীকে কালো ব্যাজ ধারণ করতেও দেখা গেছে।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সর্বশেষ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২৭ জন নিহত এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিমান দুর্ঘটনার পর সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পতিত হওয়ার ফলে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। এই পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
আরও পড়ুন: বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান
অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
নিহতদের রূহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় (বাদ যোহর) এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
১৩৬ দিন আগে