ডান পায়ের গোড়ালির ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তার দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এদিন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড।
তবে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও চলতি মাসের শেষের অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে রাখা হয়েছে।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেন বাটলার। পরের মাসে দ্য হান্ড্রেডের জন্য প্রস্তুতির সময় চোট পান তিনি। ফলে ওই টুর্নামেন্টে আর মাঠে নামা হয়নি তার। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
বাটলারের অনুপস্থিতিতে এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ফিলিপ (ফিল) সল্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হলেও বাটলারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছেই। তিনি খেলতে না পারলে ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন হ্যারি ব্রুক।
আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটের তিন সংস্করণেরই দায়িত্বে ম্যাককালাম
টি-টোয়েন্টি দলে বাটলারের পরিবর্তে ডাক পেয়েছেন টেস্টে অভিষেক হলেও সাদা বলে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার জেমি ওভারটন। এছাড়া টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া জর্ডান কক্সকে কভার হিসেবে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার ডাক পেয়েছেন দুই সংস্করণেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওভাল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু করতে যাওয়া জশ হালও আছেন দুই সংস্করণের দলে।
আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ এবং ১৯ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: ফিল সল্ট, জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুসলি, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলি ও জন টার্নার।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি ও জন টার্নার।