সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ তারকা ফুটবলার দিয়াগো জোতা প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামোরার কাছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাতে আগুন ধরে যায়। এতে আপন ভাইয়ের সঙ্গে নিহত হন এই তারকা ফুটবলার।
মাত্র দুই সপ্তাহ আগে নিজের দীর্ঘদিনের বান্ধবী (প্রেমিকা) রুট কারর্ডোসোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জোতা। তাদের ঘরে তিনটি শিশু রয়েছে।
তারকা এই ফুটবলারের মৃত্যুতে পুরো ফুটবল অঙ্গন ও ভক্ত-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জোতার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে তার ক্লাব লিভারপুল। এরমধ্যেই পর্তুগালের প্রধানমন্ত্রী ও দেশটির ফুটবল ফেডারেশনও শোক বার্তা দিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পকে শান্তির বার্তা দিলেন রোনালদো
পর্তুগালের পোর্তো শহরের সন্তান দিয়াগো জোতা এফসি পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপিয়ান ফুটবলে নিজের জায়গা করে নেন। এরপর ২০২০ সালে তিনি প্রায় ৪ কোটি ১০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন। খুব দ্রুতই তিনি রেডসদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। লিভারপুলের হয়ে ১২৩ ম্যাচে ৪৭টি গোল করেন তিনি এবং চলতি বছরের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এদিকে, তিনি ৪৯টি আন্তর্জাতিক ম্যাচে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন এবং দুইবার উয়েফা নেশনস লিগ জিতেছেন। সবশেষ গত জুন মাসে পর্তুগালের হয়ে ন্যাশন্স লিগের শিরোপা ঘরে তুলেছিলেন জোতা।