ছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজধানীসহ সারা দেশে ঈদুল আজহার সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৯ জুন) যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘ঈদুল আজহার সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজধানী বা অন্য কোথাও কোনো বড় ধরনের অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি।’
আরও পড়ুন: এপ্রিল নয়, ডিসেম্বরই নির্বাচনের উপযুক্ত সময়: ফখরুল
ঈদের ছুটির সময় আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা শহরের বিভিন্ন থানায় পরিদর্শনে যান।
এরই ধারাবাহিকতায় যাত্রাবাড়ী থানা পরিদর্শনের সময় তিনি দায়িত্বরত কর্মকর্তাদের ডেস্ক, নারী ও শিশুবিষয়ক ডেস্ক ও লকআপ ঘর পরিদর্শন করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের আবাসন ও খাদ্যের মান সম্পর্কে খোঁজ নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।