কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যুবলীগ নেতা হাসেম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল।
হাসেম আলী উপজেলার কিশামত শিমুলবাড়ী এলাকার স্বরে মামুদের ছেলে ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, বাসচালক গ্রেপ্তার
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হাসেম আলী। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।