সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারের লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। এ সময় দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
বৃহস্পতিবার লেনদেনের প্রথমার্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমেছে। শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ পয়েন্ট হারালেও বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
বাজারে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ারের দর কমেছে। মোট ৯০টি কোম্পানির দর বেড়েছে, বিপরীতে ২০১টির দর কমেছে এবং ৯৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে প্রথমার্ধে মোট ১৩৫ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকও পতনেই রয়েছে। প্রথমার্ধে সিএসইর সার্বিক সূচক কমেছে ৫ পয়েন্ট।
এদিন সিএসইতে ১২৫টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৫৬টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রামের এই বাজারে লেনদেনের প্রথমার্ধে মোট ৫ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে চতুর্থ দিনে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন