সূচকের পতন
পুঁজিবাজারে সূচকের পতনে চলছে শেষ কার্যদিবসের লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারের লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। এ সময় দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
বৃহস্পতিবার লেনদেনের প্রথমার্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমেছে। শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ পয়েন্ট হারালেও বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
বাজারে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ারের দর কমেছে। মোট ৯০টি কোম্পানির দর বেড়েছে, বিপরীতে ২০১টির দর কমেছে এবং ৯৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে প্রথমার্ধে মোট ১৩৫ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকও পতনেই রয়েছে। প্রথমার্ধে সিএসইর সার্বিক সূচক কমেছে ৫ পয়েন্ট।
এদিন সিএসইতে ১২৫টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৫৬টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রামের এই বাজারে লেনদেনের প্রথমার্ধে মোট ৫ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে চতুর্থ দিনে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
১৬৮ দিন আগে
সূচকের পতনে লেনদেন চলছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরুতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে গেছে। পাশাপাশি শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস ৩ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ডিএস-৩০ সূচক কমেছে ৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ১৮৩টির, আর ৯২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে ১০০ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৮টি কোম্পানির মধ্যে ২৯টির দর বেড়েছে, ৪৫টির দর কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের প্রথমার্ধে সিএসইতে মোট পাঁচ কোটির বেশি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
১৮৪ দিন আগে
পুঁজিবাজার: ঢাকা-চট্টগ্রামে বড় পতন, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির
উত্থান দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন শুরু হলেও শেষ হয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে। দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া ঢাকা-চট্টগ্রামের তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১২ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ১৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে বেশিরভাগের দাম ছিল নিম্নমুখী। ৫৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩০৯ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই কমেছে শেয়ারের দাম। লভ্যাংশ দেওয়া ভালো শেয়ারের এ ক্যাটাগরিতে তালিকাভুক্ত ২২০ কোম্পানির মধ্যে ৩২ কোম্পানির দরবৃদ্ধি হয়েছে। দর কমেছে ১৭৮ এবং অপরিবর্তিত আছে ১০ কোম্পানির শেয়ারের দাম।
দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের বেশিরভাগের। ৩২ কোম্পানির দর পতনের বিপরীতে দর বেড়েছে ২ এবং অপরিবর্তিত আছে ২ কোম্পানির।
২২ কোম্পানির ৯ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড সর্বোচ্চ ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ঢাকার বাজারে। সারাদিনে মোট ৩৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৩৬৪ কোটি টাকা।
৮.১১ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। অন্যদিকে ১৬ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে মিডাস ফাইন্যান্সিং।
আরও পড়ুন: পুঁজিবাজার: লেনদেন শেষে সূচকের উত্থান, বেড়েছে বেশিরভাগ কোম্পানির দর
চট্টগ্রামেও পতন
ঢাকার মতো সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক কমেছে ৩৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ২০১ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৫, কমেছে ১১৩ এবং অপরিবর্তিত আছে ৩৩ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৭ কোটি ২৯ লাখ টাকা।
আরও পড়ুন: দুই শনিবার খোলা থাকবে পুঁজিবাজার, ঈদের বন্ধ ১০ দিন
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ার আইসিবি সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং ১৩ শতাংশের ওপর দর হারিয়ে ডিএসই'র মতো সিএসইতেও তলানিতে মিডাস ফাইন্যান্সিং।
২০৫ দিন আগে
পুঁজিবাজারে অস্থির সপ্তাহ: সূচকের পতন, কমিশনে বিশৃঙ্খলা
দেশের পুঁজিবাজারের জন্য গত সপ্তাহ মোটেও সুখকর ছিল না। একদিকে সূচকের পতন আর লেনদেন কমে যাওয়া, অন্যদিকে বাজার নিয়ন্ত্রক সংস্থায় অভ্যন্তরীণ কোন্দল; সব মিলিয়ে অস্থিরতা কাটছে না পুঁজিবাজারে।
গেল পাঁচ কার্যদিবসে টানা তিনদিন পতনের পর শেষ দু-দিন সূচকের উত্থান হলেও সামগ্রিকভাবে সূচক ছিল কমতির দিকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৩ পয়েন্ট।
২ মার্চ ৫ হাজার ২৪৭ পয়েন্ট দিয়ে শুরু হওয়া লেনদেন ৬ মার্চ শেষবেলায় গিয়ে ঠেকেছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। অন্যদিকে বাছাইকৃত শেয়ারের ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ১৫ পয়েন্ট।
একই অবস্থা শরীয়াভিত্তিক সূচকেও। পাঁচদিনে ডিএসইএসের সূচক কমেছে ৬ পয়েন্ট। বেহাল দশা ক্ষুদ্র এবং মধ্যম আকারের কোম্পানি নিয়ে গঠিত এসএমই সূচকে। এক সপ্তাহের লাগাতার পতনে এসএমই সূচক নেমে এসেছে ১ হাজার পয়েন্টের নিচে।
১ হাজার ১৭ পয়েন্ট থেকে ডিএমএমএএক্স ৪৭ পয়েন্ট কমে ৯৭০ পয়েন্টে নেমে এসেছে, যা এর আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৬৫ শতাংশ কম।
পুরো সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই ছিল দরপতনের তালিকায়। ২৮৯ কোম্পানির দরপতনের বিপরীতে দাম বেড়েছে মাত্র ৮৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।
এক সপ্তাহের ব্যবধানে ঢাকার পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৮ দশমিক ৭৯ শতাংশ। ৫০০ কোটি টাকার ওপরে হওয়া গড় লেনদেনে পাঁচ কার্যদিবসে নেমে এসেছে ৩০০ কোটির ঘরে। লেনদেন কমার পাশাপাশি ঢাকার বাজারে মূলধন কমেছে ১ দশমিক ৯০ শতাংশ।
আরও পড়ুন: টানা পতন কাটিয়ে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থান
পুরো সপ্তাহেজুড়ে মাত্র তিন খাতে শেয়ারের দাম বেড়েছে। জ্বালানি, কাগজ এবং চামড়া খাত ছাড়া বড় বড় সবকটি খাতে হয়েছে বড় দরপতন। এরমধ্যে ব্যাংক খাতে শেয়ারের দাম কমেছে ২৭ দশমিক ৬১ শতাংশ এবং এ খাতে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে ৩১ দশমিক ৯১ শতাংশ। তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে দাম কমেছে ২৩ এবং অপরিবর্তিত আছে ৯ ব্যাংকের শেয়ারের দাম। সাপ্তাহিক লেনদেনে শেষে মাত্র ৪ ব্যাংকের শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখী।
ব্যাংকের বাইরে আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারেও বেহাল দশা। গেল পাঁচ কার্যদিবসে এ খাতে শেয়ারের দাম কমেছে ২৯ দশমিক ৪৯ শতাংশ এবং লেনদেন হওয়া শেয়ারের পরিমাণ কমেছে ৪০ দশমিক ৯৫ শতাংশ। তালিকাভুক্ত ২৩ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৯, বেড়েছে ৩ এবং অপরিবর্তিত আছে একটি কোম্পানির শেয়ারের দাম।
রীতিমতো ধস নেমেছে সাধারণ বীমা এবং জীবন বীমা খাতের শেয়ারে। পাঁচ কার্যদিবসে সাধারণ বীমা খাতে শেয়ারের দাম কমেছে ৪৩ দশমিক ২৩ শতাংশ এবং জীবন বীমা খাতে এ দরপতনের পরিমাণ ৫৯ দশমিক ১৬ শতাংশ।
ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অরিয়ন ইনফিউশন লিমিটেডের। প্রতিদিন গড়ে কোম্পানিটির ২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ক্রইয়-বিক্রয় হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে প্রাইম ব্যাংক এবং শীর্ষ তৃতীয়তে আছে বিচ হ্যাচারি লিমিটেড।
পাঁচ কার্যদিবসে ব্লক মার্কেটে ১১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। এরমধ্যে প্রাইম ব্যাংক সর্বোচ্চ ৪০ কোটি এবং বিচ হ্যাচারি ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
দরবৃদ্ধিতে ডিএসইতে শীর্ষে আছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। এক সপ্তাহে জেড ক্যাটাগরির এ কোম্পানিটির দাম বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ। অন্যদিকে দরপতনে শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের নাম। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির দাম কমেছে ১৪ দশমিক ৮৩ শতাংশ।
করুণ দশা চট্টগ্রামেও
ঢাকার মতো চট্টগ্রামের বাজারেও অব্যাহত ছিল পতনের ধারা। ১৪ হাজার ৬৩৩ সার্বিক সূচক নিয়ে শুরু হওয়া লেনদেন শেষ কার্যদিবসে এসে ঠেকেছে ১৪ হাজার ৫০২ পয়েন্টে।
লেনদেনে অংশ নেয়া ৩২৯ কোম্পানির মধ্যে পুরো সপ্তাহজুড়ে দাম কমেছে ২১৫ এবং অপরিবর্তিত ছিল ২৯ কোম্পানির। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৮৫ কোম্পানির শেয়ারের।
দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বি ক্যাটাগরির এ কোম্পানিটি পাঁচ কার্যদিবসে সাড়ে ১৭ শতাংশ দাম হারিয়েছে। ফেব্রুয়ারিতে চট্টগ্রামের বাজারে ভালো অবস্থানে থাকা এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড গেল সপ্তাহে দর হারিয়েছে প্রায় ১৭ শতাংশ।
চট্টগ্রামে সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে আছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। বি ক্যাটাগরির এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৬ দশমিক ৯৮ শতাংশ। অন্যদিকে জেড ক্যাটাগরির আরেক কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের দাম বেড়েছে ১৬ দশমিক ৫৮ শতাংশ। পুরো সপ্তাহে চট্টগ্রামের পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টেলিকম কোম্পানি রবির শেয়ার।
আরও পড়ুন: পুঁজিবাজার: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন
কমিশনে অস্থিরতা
পুঁজিবাজারে পতনের পাশাপাশি নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি হয়েছে এ বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। ২০২৪ সালের আগস্টে কমিশনের বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদ যোগদানের পর লাগাতার পতনে তোপের মুখে পড়েন সাধারণ বিনিয়োগকারীদের।
সাধারণ বিনিয়োগকারী থেকে ব্রোকারেজ হাউজের কর্তাব্যক্তিরা বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে বলেন, কমিশন বাজারে স্নায়বিক চাপ উপেক্ষা করে একের পর এক যে-সব সংস্কার সিদ্ধান্ত নিচ্ছে তাতে করে বাজার আরও খারাপের দিকে যাবে।
সে সময়ে বাজার ধসের কারণে রাশেদ মাকসুদকে দায়ী করে তার পদত্যাগের দাবি তোলেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা মতিঝিলে লাগাতার মিছিল এবং কমিশনের প্রধান ফটকে তালা পর্যন্ত ঝুলিয়েছিলেন।
বিনিয়োগকারীদের সামাল দিতে না দিতে চলতি বছর খোদ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তোপের মুখে পড়েছে রাশেদ মাকসুদ কমিশন। বুধবার (৫ মার্চ) কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চেয়ারম্যান এবং কমিশনারদের অবরুদ্ধ করে রাখে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনাররা বের হয়ে আসতে পারলেও পদত্যাগ করবে না বলে জানায় এ কমিশন চেয়ারম্যান।
এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, রাশেদ মাকসুদ পদত্যাগ না করলে লাগাতার কর্মবিরতিতে যাবেন তারা। সে হিসাবে রোববার (৯ মার্চ) থেকে বিএসইসিতে স্থবিরাবস্থা সৃষ্টি হওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিচালক বলেন, গত ১৫ বছর ধরে বিএসইসি এক ধরনের খামখেয়ালি করে আসছে। এতে করে কমিশনের এসব একরোখা আচরণ এবং সিদ্ধান্তে সবাই অতিষ্ঠ। বর্তমানে কমিশনের মধ্যেই সৃষ্টি হয়েছে অসন্তোষ, যা বাজারে মোটেই ভালো কোনো বার্তা দেয় না।
শিগগিরই কমিশনের এসব সমস্যা সমাধান না হলে এবং বাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের দেয়া সুপারিশ ধাপে ধাপে কার্যকর করে আগাতে না পারলে দেশের পুঁজিবাজার দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে- এমনটাই আশঙ্কা বাজার বিশ্লেষকদের।
২৭১ দিন আগে
প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন হয়েছে। সূচক কমলেও বেশিরভাগ কোম্পানি এগিয়ে আছে দাম বাড়ার তালিকায়।
সোমবার (২৭ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট।
আরও পড়ুন: প্রথম কার্যদিবসে বড় পতনের মুখে দেশের দুই পুঁজিবাজার
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪, কমেছে ১১৬ এবং অপরিবর্তিত আছে ৯৩ কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সামান্য সূচক বেড়েছে চট্টগ্রাম পুঁজিবাজারের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১ পয়েন্ট।
সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০, কমেছে ১৮ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারের লেনদেন শুরু পতন দিয়ে
৩১২ দিন আগে
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার কার্যদিবসের প্রথম এক ঘণ্টায় সূচকের পতনে লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন রেকর্ডে দেখা যায়, ২৮ হাজার ৮৮৪টি লেনদেনের মাধ্যমে বিনিময় হয়েছে ৩ কোটি ৩১ লাখ শেয়ার ও ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মূল্য ৮১ কোটি টাকা।
আরও পড়ুন: ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ১১৩ কোটি ৮ লাখ টাকা
এ সময় মোট ৩৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১০১টি প্রতিষ্ঠানের, কমেছে ১৭১টি কোম্পানি রএবং অপরিবর্তিত রয়েছে ৯৫টি কোম্পানির শেয়ারমূল্য।
বুধবার প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৬ দশমিক ১১ পয়েন্টে দাঁড়ায়। একইভাবে ডিএসইএস শরিয়াহ সূচক ৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫০ দশমিক ৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ ৩ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৯০০ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ডিএসইর সূচক বেড়েছে ১৬.৪১ পয়েন্ট, এক ঘণ্টায় ১৪৩ কোটি ৭০ লাখ টাকা লেনদেন
৩৫৮ দিন আগে
শেয়ার বাজারে টানা দুই কার্যদিবস সূচকের পতন
টানা দুই কার্যদিবসে সূচক হারিয়েছে দেশের শেয়ার বাজার। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ১৮ কোটি টাকার বেশি বাড়লেও প্রধান সূচক কমেছে ৫০.৪৮ পয়েন্ট।
বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক কমে ৩০ পয়েন্ট। এরপর সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে সূচক ফের নিম্নমুখী হয়। অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাখানেক সূচকের উর্ধমুখী প্রবণতা থাকলেও দিন শেষে তা ৫০ দশমিক ৪৮ পয়েন্ট পতন হয়।
আরও পড়ুন: ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির
রবিবার ডিএসইএসের প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৫৩৬৫ দশমিক ৫০ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১২ দশমিক ৩৯ পয়েন্ট কমে এক হাজার ১৭৫ দশমিক ৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ বিশেষ ব্লু-চিপ সূচক ১১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১৯৫৩ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে।
অবশ্য সূচক কমলেও এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি টাকার বেশি। রবিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ৬০ লাখ টাকা, আগের কার্যদিবসে যা ছিল ৫৪১ কোটি টাকা।
মোট ৩৯৪টি কোম্পানি ডিএসইর লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৩টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ২৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।
আরও পড়ুন: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে প্রথম দেড় ঘণ্টায় ১৯২ কোটি টাকার শেয়ার লেনদেন
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক শূন্য দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৯৬.০৬ পয়েন্টে। আজ সিএসইতে মোট ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।
এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের দিন ছিল ৫ কোটি ৩ লাখ টাকা।
আরও পড়ুন: ৪ মাসের মধ্যে ডিএসই সূচকের বড় পতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা
৩৮৯ দিন আগে