রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় ৭ বছর বয়সী একটি শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের কমলাপুর মোড়ে এ ঘটনা ঘটে। শিশুটির নাম রোশনি পাল, সে মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাটগাঁও গ্রামে। রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকযাত্রী শিশুর মৃত্যু, আহত ৫
স্বজনরা জানান, দুর্ঘটনার পর রোশনিকে দ্রুতই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তার দাদি রেখা বিশ্বাস। তবে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে সে মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।