স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব খান নূরুল আমীনকে পদোন্নতি দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব খান নূরুল আমীন।
আরও পড়ুন: বাজেট ২০২৪-২৫: জনপ্রশাসন মন্ত্রণালয়ে বরাদ্দ ৫ হাজার ৩৭৭ কোটি টাকা
গত ২২ ডিসেম্বর রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হককে অতিরিক্ত হিসেবে সেতু বিভাগের সিনিয়র সচিবেরও দায়িত্ব দেওয়া হয়েছে।