‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় সাতটি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নিবন্ধন স্থগিত রাখা দেশগুলো হচ্ছে— বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেয়া ব্যাতিরেকে পোস্টাল ব্যালট পেপার কোনো ভোটারের কাছেই পাঠানো সম্ভব হবে না। এ কারণে বাধ্য হয়েই এই সাতটি দেশে নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে একই দিনে অনষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোটে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ গত ১৮ নভেম্বর উদ্বোধন করে ১৯ জুলাই থেকে প্রাথমিকভাবে চালু করা হয়। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫৩ দেশের প্রবাসী বাংলাদেশিদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমদ বলেন, বুধবার (২৬ নভেম্বর) থেকে নির্বাচন কমিশন অঞ্চলভিত্তিক নিবন্ধনের সময়সীমা তুলে দিয়েছে। এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে ২৬ নভেম্বর রাত ১২ টা থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইন নিবন্ধন করা যাবে।