নোয়াখালীর চাটখিল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক দম্পত্তির একসঙ্গে বিষপান করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী ফাতেমা আক্তার (২৭) মারা গেছেন। আর স্বামী আব্দুর রহীম (৩৩) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকালের দিকে চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায় আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের মা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে ফাতেমা আক্তারের সঙ্গে রাজমিস্ত্রী আব্দুর রহীমের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার বিকালে এই কলহের জেরে শ্বশুরবাড়িতে প্রথমে বিষপান করেন ফাতেমা। এরপর তার স্বামী রহীমও বিষপান করেন।
আরও পড়ুন: বগুড়ায় ‘বিষাক্ত’ অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, প্রাথমিক চিকিৎসার পর রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।