কুষ্টিয়ার মিরপুরে বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে কয়েক দিন ধরে ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপির রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন আহত হন। এদের মধ্যে ১২ জনকে জেনারেল হাসপাতাল ও ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন, সভাপতি হিসেবে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে জামায়াতের আমিরের নাম দেওয়া হয়েছিল। অথচ তার নাম প্রত্যাহার করে নিতে বিএনপির নেতা নাসির হুমকি দিচ্ছিলেন। এরই প্রতিবাদ করে সমাবেশ করার সময় বিএনপির নেতা-কর্মীরা হামলা করেন। হামলায় তাদের অনেকে আহত হন।
আরও পড়ুন: আনন্দ মোহন কলেজে বৈষম্যবিরোধীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০
মিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব রহমত আলী রব্বান বলেন, নাসির এক সময় ছাত্রদলের নেতা ছিলেন। এখন তিনি বিএনপির কর্মী। ঘটনাটি যেহেতু স্থানীয় দুপক্ষের, তাই এটা নিয়ে কিছু বলতে চাই না।