রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোডে বিআরটিসি কাউন্টারের পেছনের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পথচারীরা। তার বয়স আনুমানিক ২৩ বছর।
সোমবার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. কায়েস মিয়া নামের একজন জানান, আজ (সোমবার) সকালের দিকে কুড়িল বিশ্বরোডের ফুটপাতে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। আমরা জানতে পারি, একটি গাড়ির ধাক্কায় ঘটনাটি ঘটেছে। পরে কয়েকজন মিলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, যুবকটি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানা পুলিশকে জানিয়েছি।