খুলনার দৌলতপুরে আল আমিন (৩০) নামে এক মাছের ঘের ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি এলাকার খানাবাড়ি রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছের ঘের ব্যবসায়ী ছিলেন।
দৌলতপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উত্তর বণিকপাড়া খানাবাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আল আমিনকে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: রংপুরের পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি, কালো রঙের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ বণিকপাড়া খানাবাড়ির সামনে পড়ে আছে। পরে জানতে পারি, মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলাকাটা হয়েছে। তার পরনে ছিল গেঞ্জি ও গ্যাবার্ডিন প্যান্ট। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
ওসি জাহিদুল জানান, ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে।