চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন সক্রিয় মানব পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
আটক মানব পাচারকারী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহিন আলী। অপর তিনজন হলেন— রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তারাজুল ইসলাম, রাজশাহী জেলার শফিকুল ইসলাম মুন্না এবং চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, শাহিন আলীর সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।