জুলাই আন্দোলনের পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকে ৬ নম্বর রোডে ভাড়া বাসায় তাকে গলায় ফাসঁরত ঝুলন্ত অবস্থায় তার (কলেজছাত্রী) লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে নিজে বাদী হয়ে মামলা করেন।
পরে দুমকি থানা পুলিশ আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে প্রতিবেশীর হামলায় একজন নিহত, আটক ১
লামিয়ার দাদা সোবাহান হাওলাদার বলেন, ‘শনিবার লামিয়ার সঙ্গে কথা হয়, আমি ওকে ওর বাবা জুলাই আন্দোলনে শহীদ হওয়ায় জন্য সরকারিভাবে সাহায্য দেওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আজ (রবিবার) যাওয়ার জন্য বলি। এ সময় লামিয়া জানায় তার মা তাকে ঢাকায় নিয়ে গেছে। আজ (রবিবার) পটুয়াখালীতে আসবে বলে ও আমাকে জানায়। এদিকে আজ রাতে আমার ভাইয়ের ছেলে কালাম হাওলাদার ফোনে এই দুর্ঘটনার কথা জানান।’
দুমকি থারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকে ৬ নম্বর রোডে ভাড়া বাসা থেকে গলায় ফাসঁরত ঝুলন্ত অবস্থায় ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ পুরো ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছে। এছাড়া ডিএনএ রিপোর্ট হাতে পেলে চার্জশিট গঠন করা হবে।’