প্রত্যেক শহীদ পরিবারকে প্রতিশ্রুত ৩০ লাখ টাকা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আমরা কোনো অন্যায় বিচার চাই না, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।’
সোমবার(১৭ মার্চ) বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এক পথসভায় জামায়াত আমির এ কথা বলেন।
আরও পড়ুন: বরগুনায় নিহত মন্টুর ১৮ মাসের শিশুর দায়িত্ব নিলেন জামায়াত আমির
তিনি বলেন, কোরআন বাংলাদেশের সংবিধান হলে এবং ইসলামী দলগুলো দেশের সেবা করতে পারলে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।