রাজধানীর দক্ষিণখান এলাকায় দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেওয়ানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আকলিমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে। তিনি দক্ষিণখানের দেওয়ানবাড়ী এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন এবং একটি কাপড়ের শোরুম পরিচালনা করতেন।
নিহতের মেয়ে সাইরী জানান, গতকাল (সোমবার) রাতে মায়ের দ্বিতীয় স্বামী মাসুদ বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
এর আগে, এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত মাসুদকে আটক করা হয় বলে জানান নিহতের মেয়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো.ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানাকে জানানো হয়েছে।’