ছুরিকাঘাত
কামরাঙ্গীরচরে সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ গেল যুবকের
রাজধানীর কামরাঙ্গীরচরে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পেশায় একজন শ্রমিক ছিলেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম মাতবর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী রানা জানান, নিহত রকি পেশায় একজন শ্রমিক আমরা জানতে পেরেছি। তিনি একটি ফ্যাক্টরিতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে বড়গ্রাম মাতবর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। ওই সময় রকি দৌড়ে পালানোর সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ির ঠিকানা এখনো পাইনি। তবে তিনি কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় থাকতেন বলে জানতে পেরেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
৩ দিন আগে
বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্ব, মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫
গাজীপুরের শ্রীপুরে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ওই মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীপুরের বরমী ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম সিয়াম, আর আহতরা হলো— রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুল।
আহত শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসায় চুড়ান্ত পর্বের পরীক্ষা চলছে। গতকাল (বুধবার) পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সিয়ামের সঙ্গে মুহিনের ঝগড়া হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এ নিয়ে ক্ষোভের জেরে আজ (বৃহস্পতিবার) দুপুরে মাদ্রাসা চত্বরে আসে সিয়াম। সে সময় বাকিরা পরীক্ষা দিয়ে বের হচ্ছিল। হঠাৎ সিয়াম ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুলকে জখম করে। পরে আহত অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম, মুহিন ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন জামান বলেন, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদ্রাসার বেঞ্চে বসাকে কেন্দ্র করে জখম হওয়া পাঁচজনের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৭ দিন আগে
রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত আটক
রাজধানীর দক্ষিণখান এলাকায় দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেওয়ানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আকলিমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে। তিনি দক্ষিণখানের দেওয়ানবাড়ী এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন এবং একটি কাপড়ের শোরুম পরিচালনা করতেন।
নিহতের মেয়ে সাইরী জানান, গতকাল (সোমবার) রাতে মায়ের দ্বিতীয় স্বামী মাসুদ বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
এর আগে, এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত মাসুদকে আটক করা হয় বলে জানান নিহতের মেয়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো.ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানাকে জানানো হয়েছে।’
৯৩ দিন আগে
যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪৬) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। এ সময় তারেক নামে অপর আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজহার আলী মাস্টারের ছেলে এবং মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার রাতেও রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে সময় কাটাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রাজগঞ্জ এলাকার কয়েকজনর বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশরাফুল রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে নিয়মিত সময় কাটাতেন। প্রতিদিনের মতো গতকাল (শনিবার) সন্ধ্যার পর তিনি ওই চা দোকানে এসে বসেন। রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা তার ওপর দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আশরাফুলের ওপর হওয়া হামলা ঠেকাতে গেলে ওই দোকানে বসে থাকা তারেক নামে অপর এক ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি পর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দোষীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
৯৫ দিন আগে
গাজীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২
গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও জব্দ করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, মাওনা চৌরাস্তার গল্প ছড়া নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত জুয়েল এবং আটক রাকিব ও রবিনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিবের ছুরিকাঘাতে জুয়েলের বুক বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।
আরও পড়ুন: মৌলভীবাজারে নিজ দোকানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওনা চৌরাস্তার টহলরত পুলিশ খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে রাকিব ও রবিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি জানান, নিহত জুয়েল ও গ্রেপ্তাররা সবাই ভাসমান এবং মাওনা চৌরাস্তা কেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।
১১৮ দিন আগে
সিলেটে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর
সিলেট নগরীতে এক ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নগরীর কোতোয়ালী মডেল থানার মাত্র কয়েক শ’ গজ দূরে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকও চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা থেকে মাত্র ৫০০ গজের ভেতর আলী আমজদের ঘড়িঘরের পাশে এক দুর্বৃক্ত যুবক ডালিমকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগও কেটে দেয়। এরপর নির্বিঘ্নে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস করেননি।
ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়ুন: গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৫
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত) সামছুল হাবিব জানান, যিনি নিহত হয়েছেন, সেও চিহ্নিত ছিনতাইকারী। এর আগে জেলও খেটেছেন। এ কারণে হত্যাকারীও ছিনতাইকারী বলে ধারণা করা হচ্ছে। ছিনতাই সংক্রান্ত ইস্যুতে তাকে হত্যা করা হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
১১৮ দিন আগে
পঞ্চগড়ে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত
পঞ্চগড় শহরে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৮) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের সিনেমা হল মার্কেট এলাকায় আলী চটপটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ রহমান জয় পঞ্চগড় পৌরসভার আখেরি রোড এলাকার বাসিন্দা এবং মৃত জহিরুল ইসলামের ছেলে। তিনি পঞ্চগড় বাজারের ফল হাটির একটি আড়তে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ছাত্রদল কর্মী আল আমিন ও পারভেজের সঙ্গে জয়ের ব্যক্তিগত বিরোধ চলছিল। এর জেরে বুধবার দুপুরে টিনপট্টি এলাকায় তিনজনের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে আপাত মীমাংসা হয়। এরপরও রাতে ফোন করে জয়কে সিনেমা হল মার্কেট এলাকায় ডেকে নেয় আল আমিন ও পারভেজ। সেখানে তারা ১০ থেকে ১৫ জন নিয়ে জয়কে আক্রমণ করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে।
এ সময় জয়কে গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়।
তবে ওই তিনজনের সঙ্গে কী নিয়ে বা কেন কথাকাটাকাটি হয়েছিল, তা এখনও জানা যায়নি।বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বিষয়টি এক তরুণীর সঙ্গে প্রেমঘটিত বিরোধ থেকে ঘটেছে।
আরও পড়ুন: খুলনায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা
এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। আল আমিন ও পারভেজকে গ্রেপ্তারে পুলিশ ও সেনাসদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের ভাষ্য, শহরে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল জামান জানান, মামলা প্রক্রিয়াধীন এবং বিষয়টির তদন্ত চলছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
১১৯ দিন আগে
রংপুরে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
রংপুরের কাউনিয়ায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জেরে নিকটাত্মীয়ের ছুরিকাঘাতে হুমায়ুন আহমেদ (২৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন। তিনি উপজেলার বিনোদন মাঝি গ্রামের জহুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল হক জমি বন্ধক রেখেছিলেন একই গ্রামের আত্মীয় মহির উদ্দিনের কাছে। পরে মহির সেই জমি অন্যের কাছে বেশি দামে বন্ধক দেন। এ নিয়ে ২৩ জুলাই স্থানীয় একটি স্কুলের সামনে হুমায়ুন ও তার ভাই হাছেনুরের সঙ্গে মহির উদ্দিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মহির ছুরি দিয়ে হুমায়ুনের বুকে আঘাত করে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে ছুরিকাঘাত
নিহতের বড় ভাই হাছেনুর অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’
টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন বলেন, ‘বিনোদন মাঝি গ্রামের জহুরুল হক ও মহির উদ্দিন চাচাতো ভাই। জমি বন্ধকের টাকাকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও এটি কাম্য নয়। পুলিশ তদন্ত করে হত্যাকারীকে দ্রুত বিচারের মুখোমুখি করবে বলে আশা করি।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১২৭ দিন আগে
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে ছুরিকাঘাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীরকে (২১) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গ্রেপ্তার
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত জানিয়ে তিনি বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
১৩২ দিন আগে
মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জমি ব্যবসায়ীর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামের এক জমি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী ওই গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে এবং পেশায় জমি-জমার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সাহেব আলী বৃহস্পতিবার রাতে মদিনানগর জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. জয়নাল বলেন, ‘জমি নিয়ে ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। বাবার মোবাইল ফোনেও হত্যার হুমকি দিয়েছিল তারা।’
আরও পড়ুন: হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থী নিহত
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সাহেব আলী জমি-জমার ব্যবসা করতেন। জমি-সংক্রন্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।
১৪৬ দিন আগে