সিলেট নগরীতে এক ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নগরীর কোতোয়ালী মডেল থানার মাত্র কয়েক শ’ গজ দূরে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকও চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা থেকে মাত্র ৫০০ গজের ভেতর আলী আমজদের ঘড়িঘরের পাশে এক দুর্বৃক্ত যুবক ডালিমকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগও কেটে দেয়। এরপর নির্বিঘ্নে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস করেননি।
ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়ুন: গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৫
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত) সামছুল হাবিব জানান, যিনি নিহত হয়েছেন, সেও চিহ্নিত ছিনতাইকারী। এর আগে জেলও খেটেছেন। এ কারণে হত্যাকারীও ছিনতাইকারী বলে ধারণা করা হচ্ছে। ছিনতাই সংক্রান্ত ইস্যুতে তাকে হত্যা করা হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।