রাজধানীর কামরাঙ্গীরচরে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পেশায় একজন শ্রমিক ছিলেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম মাতবর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী রানা জানান, নিহত রকি পেশায় একজন শ্রমিক আমরা জানতে পেরেছি। তিনি একটি ফ্যাক্টরিতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে বড়গ্রাম মাতবর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। ওই সময় রকি দৌড়ে পালানোর সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ির ঠিকানা এখনো পাইনি। তবে তিনি কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় থাকতেন বলে জানতে পেরেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।