সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে বাসচাপায় তালহা (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সারীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা একটি সিলেটগামী বাসের সঙ্গে দরবস্ত থেকে আসা জৈন্তাপুরগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং অপর পাঁচজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই চালক বাস নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্দ ছিল।
নিহত তালহা জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে।
আহতরা হলেন— উপজেলার সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)।
আরও পড়ুন: ত্রিশালে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত তালহার মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
তামাবিল হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।