���������������
বৈশ্বিক গ্রুপ এক্সিকিউটিভ কমিটিতে সেগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট আশীষ প্রধান
বৈশ্বিক গ্রুপ এক্সিকিউটিভ কমিটিতে যোগ দেবেন সেগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট আশীষ প্রধান।
বর্তমান ম্যানেজমেন্ট টিমকে সম্প্রসারিত করছে সেগওয়ার্ক। বিশ্বজুড়ে প্যাকেজিং অ্যাপ্লিকেশন ও লেবেলের জন্য প্রিন্টিং ইংক ও কোটিং সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির এই কৌশলগত পদক্ষেপের মধ্য দিয়ে একটি গ্রুপ এক্সিকিউটিভ কমিটি প্রতিষ্ঠা করা হবে।
এই প্রতিষ্ঠানের বৈশ্বিক উপস্থিতি আরও জোরদার করা এবং বৈশ্বিক ইংক ও কোটিং শিল্পের পরিবর্তিত ধরনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ায় লক্ষেই এই পরিবর্ধন।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর এই গ্রুপ এক্সিকিউটিভ কমিটি কোম্পানিটির প্রধান প্রধান সিদ্ধান্ত ও কৌশল গঠন, বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে।
বোর্ড অব ম্যানেজমেন্টের বর্তমান সদস্যরা হলেন- চিফ এক্সিকিউটিভ অফিসার ড. নিকোলাস উইডমান, প্রেসিডেন্ট ইএমইএ ড. জান ব্রেইটকপ, প্রেসিডেন্ট আমেরিকাস রালফ হিলডেনব্র্যান্ড এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ড. অলিভার উইটমান।
আরও পড়ুন: চাঁদের হাটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
নতুন কমিটিতে তাদের সঙ্গে যোগ দেবেন এশিয়া প্রেসিডেন্ট আশীষ প্রধান।
ম্যানেজমেন্ট টিমে এশীয় প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হওয়ায় সেগওয়ার্কের পক্ষে ক্রমবর্ধমান আন্তর্জাতিক ব্যবসার পরিবর্তিত চাহিদার প্রতি কার্যকরভাবে সাড়া দেওয়া সহজ হবে। গ্রুপ এক্সিকিউটিভ কমিটিতে প্রধানের অন্তর্ভুক্তি সেগওয়ার্কের বৈশ্বিক কৌশলে এশিয়া অঞ্চলের গুরুত্ব তুলে ধরেছে।
এশিয়ার আছে অপরিসীম প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে অন্য দুটি প্রধান অঞ্চল, ইএমইএ ও আমেরিকাসের সঙ্গে এশিয়াও কোম্পানির ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালন করে।
নতুন এই কাঠামো সেগওয়ার্ককে উদ্ভাবন কৌশলগুলো আরও দক্ষতার সঙ্গে পরিচালনা ও বিভিন্ন স্থানে সহজে পণ্য স্থানান্তরে সাহায্য করবে। এছাড়া কোম্পানিটি সার্কুলার ও ডিজিটাল প্যাকেজিং সমাধানের কৌশলগত লক্ষ্য অর্জনে কাজ করে যাবে।
নতুন গ্রুপ এক্সিকিউটিভ কমিটি ধারাবাহিকতা ও স্থিতিশীলতা অর্জন করবে এবং দায়িত্ববোধের সঙ্গে সেগওয়ার্ককে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করে কোম্পানিটি।
আরও পড়ুন: বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা
সেগওয়ার্কের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ড. নিকোলাস উইডমান বলেন, ‘নতুন ব্যবস্থাপনা কাঠামো সেগওয়ার্ককে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের জ্ঞান, অভিজ্ঞতা ও নিবেদনের চমৎকার একটি সমন্বয় আছে। এর সাহায্যে আমরা আমাদের ব্যবসাকে আরও প্রসারিত করতে এবং প্যাকেজিং শিল্পে উদ্ভাবন চালাতে প্রস্তুত।’
২০১৫ সালে আশীষ প্রধান সেগওয়ার্কে যোগদান করেন। তিনি সেগওয়ার্ক ভারতের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং ভারত ও বৃহত্তর চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের শুরুতে তিনি প্রেসিডেন্ট এশিয়া হিসেবে নিযুক্ত হন। ভারত, বাংলাদেশ, বৃহত্তর চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ব্যবসা দেখাশোনা করা এই পদে তার দায়িত্ব।
সেগওয়ার্কে যোগদানের আগে তিনি বৈশ্বিক প্যাকেজিং শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা পদে কর্মরত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ইন্টারন্যাশনাল পেপার, হেনকেল, পজিটিভ প্যাকেজিং এবং হাহতামাকি।
প্রধানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি এবং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি আছে।
আরও পড়ুন: নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
গাজায় মানবিক যুদ্ধ বিরতির জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
১৫ সদস্যের কাউন্সিলে ১৩ সদস্য পক্ষে এবং একমাত্র যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে। যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল।
এতে গাজায় ইসরায়েলের মাসব্যাপী বোমাবর্ষণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন অবস্থান এবং তার কিছু ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ক্রমবর্ধমান ফাটল লক্ষ করা যায়।
যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থনকারীদের মধ্যে ফ্রান্স ও জাপানও ছিল।
প্রথমবারের মতো জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ বলে প্রস্তাবটি উত্থাপন করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এই অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের ক্ষমতা দেওয়া হয়েছে জাতিসংঘ প্রধানকে।
গুতেরেস গাজায় সৃষ্ট ‘মানবিক বিপর্যয়’ সম্পর্কে সতর্ক করেছেন।
নিজেদের অবস্থান সম্পর্কে মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেছেন, সামরিক অভিযান বন্ধ করা হলে হামাসকে গাজা শাসন চালিয়ে যেতে এবং ‘পরবর্তী যুদ্ধের বীজ রোপণ করার সুযোগ দেবে’।
ভোটের আগে উড বলেছিলেন, ‘দীর্ঘমেয়াদি শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান চায় না হামাস। তবে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে চায়, ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উভয়েই যাতে শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে। তাই আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করি না।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ১৭ হাজার ৪০০ জনের বেশি নিহত এবং ৪৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বেসামরিক নাগরিক ও সামরিক সদস্যদের মৃত্যুর আলাদা করে কোনো হিসাব দেয়নি।
তবে তারা জানায়, নিহতদের ৭০ শতাংশ নারী ও শিশু।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলি পক্ষের প্রায় ১২০০ জন মারা গেছে।
ভারতীয় সমাজকর্মী নিখিলকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন ঘোষণা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের
ভারতীয় সমাজকর্মী নিখিল দে’কে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন মনোনীত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ইউএস ব্যুরো অব ইন্টারন্যাশনাল নারকোটিক্স অ্যান্ড ল এনফোর্সমেন্ট অ্যাফেয়ার্স বলেছে, ভারতে সরকারি কল্যাণমূলক কর্মসূচিতে দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহি এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের লক্ষ্যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য নিখিল দেকে দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
মজদুর কিষাণ শক্তি সংগঠনের (এমকেএসএস) সহপ্রতিষ্ঠাতা নিখিল দে ভারতে স্বচ্ছতা ও দুর্নীতি-বিরোধী সংস্কারের কাজ করেছেন। স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে জনসাধারণের নীতি বাস্তবায়নে রাজস্থান রাজ্যকে সহায়তা করেছেন।
মজদুর কিষাণ শক্তি সংগঠন একটি গণসংগঠন, যা মধ্য রাজস্থানের গ্রামে শ্রমিক ও কৃষকদের নিয়ে কাজ করে।
এটি ১৯৯০ সালে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য এটি গঠিত হয়। যাতে সাধারণ নাগরিকরা মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে নিজেদের জীবনযাপন করতে পারে।
জমিদারদের অবৈধভাবে দখল করা জমির জন্য সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটির জন্ম হয়েছিল।
ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি এক্সে লিখেছেন: ‘স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন মনোনীত হওয়ায় মজদুর কিষাণ শক্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য নিখিল দেকে অভিনন্দন।’
গারসেটি বলেন, ‘নিখিল দের মতো চ্যাম্পিয়ন, যারা স্বচ্ছতা, আইনের শাসন ও ন্যায়বিচারের জন্য কাজ করে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে।’
ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস (এসিসিএ) এমন ব্যক্তিদের স্বীকৃতি দেয়, যারা জবাবদিহি ও স্বচ্ছতা প্রচারে কাজ করে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার (মার্কিন স্থানীয় সময়) বলেছেন, স্টেট ডিপার্টমেন্ট দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ এবং বিদেশি নীতির অগ্রাধিকার এবং মূল জাতীয় নিরাপত্তা স্বার্থ হিসেবে অখণ্ডতা প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গ্লোবাল অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়নদের সম্মাননা দেওয়ার সময় ব্লিঙ্কেন বলেন, ‘৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী স্বচ্ছতা, জবাবদিহি, সততা ও সুশাসনের চ্যাম্পিয়ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে পেরে গর্বিত।’
যারা দুর্নীতি প্রতিরোধে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন এবং এই বীর অংশীদারদের সঙ্গে মার্কিন সংহতি প্রদর্শনের জন্য তাদের স্বীকৃতি দিতে মার্কিন স্টেট সেক্রেটারি ২০২১ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড চালু করেছে।
বৃহস্পতিবার (মার্কিন স্থানীয় সময়) ২০২৩ সালের জন্য ১১টি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়নকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আজ আমরা ২০২৩ সালের জন্য ১১ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন এবং যারা জবাবদিহি, আইনের শাসন, স্বচ্ছতা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করে তাদের সবাইকে স্বীকৃতি দিই।’
সম্মানিতরা হলেন- বেলারুশের স্ট্যানিসলাউ ইভাশকেভিচ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের জিন-ক্লদ এমপুতু, ইকুয়েডরের আর্তুরো টরেস, ভারতের নিখিল দে, কিরগিজ প্রজাতন্ত্রের আলি (মুখাম্মেদালি) টোকতাকুনভ, লাইবেরিয়ার মার্ক এন কোলি, মলদোভার ভেরোনিকা মিহাইলভ-মোরারু, মন্টিনিগ্রোর ভ্লাদিমির নোভিচ, পানামার অ্যানেট প্লেনেলস, ফ্রান্সিসকো দা সিম বেলো তিমুর-লেস্তের কোস্টা এবং সেশেলসের মে ডি সিলভা।
বৃহস্পতিবার ব্লিঙ্কেন বলেন, ‘দুর্নীতিকে পরাস্ত করতে এই ধরনের চ্যাম্পিয়নদের সঙ্গে কাজ করতে পেরে আমরা সম্মানিত।’
ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো
জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউএন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) বুধবার (৬ ডিসেম্বর) ‘ইফতার’কে অপরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে।
ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান যৌথভাবে সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ইউনেস্কোয় আবেদন জমা দেয়।
ইউনেস্কো তার সাইটে পোস্ট করেছে, সাধারণত রমজান মাসে সূর্যাস্তের সময় মুসলমানরা ইফতার করে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠিন অনুশাসন মেনে রোজা রাখা হয় এবং প্রাত্যহিক রোজা শেষ করতে বিভিন্ন বয়স, লিঙ্গ ও বংশোদ্ভূত মানুষ ইফতার করে।
ইউনেস্কোর পোস্টে বলা হয়েছে, এটি প্রায়ই মুসলিম সম্প্রদায়ের জন্য মিলন (একত্রিত) বা ডিনারের উৎসবে পরিণত হয়, পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বন্ধন তৈরি করে এবং দাতব্য, সংহতি ও সামাজিক বিনিময়কে উৎসাহিত করে।
আরও পড়ুন: ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ঢাকার রিকশা ও রিকশাচিত্র
এমনকি যারা রমজান মাসজুড়ে রোজা রাখেন না, তারাও ইফতারের সঙ্গে সম্পর্কিত উৎসব ও আচার-অনুষ্ঠানে অংশ নেন।
পরিবারের শিশু ও কিশোর-কিশোরীদের প্রায়ই ঐতিহ্যগত খাবারের উপাদান তৈরির দায়িত্ব দেওয়া হয়। এই সময়ে অভিভাবকরা তাদের সন্তানদের রোজা রাখার সুবিধার পাশাপাশি ইফতারের সামাজিক আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কেও শিক্ষা দেন।
ইউনেস্কোর পোস্টে আরও বলা হয়েছে, ইফতার উপলক্ষে প্রায়ই সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (এনজিও) এবং দাতব্য সংস্থাগুলোর পাশাপাশি টেলিভিশন, রেডিও, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা করা হয়।
আরও পড়ুন: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের শান্তিনিকেতন
তিন বিশ্ব ঐতিহ্যের প্রচারে একসঙ্গে ইউনেস্কো-সিসিমপুর
মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত
বৃহস্পতিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ৮ ডিসেম্বর থেকে অন্যান্য দেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। অভ্যন্তরীণ প্রাপ্যতা বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) প্রজ্ঞাপনে বলা হয়, দেশগুলোর অনুরোধের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার কর্তৃক অন্যান্য দেশকে দেওয়া অনুমতির ভিত্তিতে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হবে।
আরও পড়ুন: ভারত ৪০% শুল্ক আরোপ করায় হিলি দিয়ে পেঁয়াজ আমদানি কমেছে
প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নোক্ত ৩টি শর্তের যে কোনো একটি পূরণ হলে পেঁয়াজের চালান রপ্তানির অনুমতি দেওয়া হবে:
- এই প্রজ্ঞাপন জারি করার আগে যেসব জায়গার জন্য জাহাজে পেঁয়াজ তোলা হয়েছে।
- শিপিং বিল জমা দেওয়া হয়েছে; পেঁয়াজ লোড করার জন্য জাহাজ ইতোমধ্যে ভারতীয় বন্দরে এসে নোঙর করেছে এবং এই প্রজ্ঞাপনের আগে সেগুলোর রোটেশন নম্বর বরাদ্দ করা হয়েছে। প্রজ্ঞাপনের আগে পেঁয়াজ লোড করার জন্য জাহাজের নোঙর/বার্থিং সম্পর্কিত সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নিশ্চিত হওয়ার পরেই এ ধরনের জাহাজে লোডিংয়ের অনুমোদন প্রদান করা হবে।
আরও পড়ুন: ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন সরকারের
- পেঁয়াজের চালান এই প্রজ্ঞাপনের পূর্বে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের সিস্টেমে নিবন্ধিত হয়েছে/যেখানে এই প্রজ্ঞাপন জারির পূর্বে রপ্তানির জন্য চালান কাস্টমস স্টেশনে প্রবেশ করেছে এবং এই প্রজ্ঞাপন জারির পূর্বে কাস্টমস স্টেশনে প্রবেশকরা পণ্যগুলোর তারিখ ও সময় স্ট্যাম্পিংয়ের যাচাইযোগ্য প্রমাণসহ কাস্টমস স্টেশনের সংশ্লিষ্ট কাস্টোডিয়ানের ইলেকট্রনিক সিস্টেমে নিবন্ধিত হয়েছে।
এর আগে ২০ আগস্ট ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে, যার ফলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়।
পরে ভারত সরকার ২৯ অক্টোবর থেকে পেঁয়াজ রপ্তানির জন্য ফ্রি-অন-বোর্ড ভিত্তিতে টন প্রতি ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে।
আরও পড়ুন: ডিসেম্বরে পেঁয়াজ-আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী
ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় এন্টিক প্রদেশে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হ্যামটিক শহরের খাদে পড়ে যায় বাসটি।
৫৩ জন যাত্রী নিয়ে বাসটি ইলোইলো সিটি থেকে প্রাচীন প্রদেশের সান জোসে দে বুয়েনাভিস্তা যাচ্ছিল। এ সময় রাস্তার কংক্রিটের বেষ্টনীর সঙ্গে ধাক্কা লেগে হ্যামটিক শহরের ১৫ মিটার গভীর খাদে পড়ে যায়।
প্রাদেশিক তথ্য দপ্তরের প্রধান জুনলি সায়লো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ঘটনাস্থলেই ২৫ জন এবং স্থানীয় একটি হাসপাতালে আরও চারজন মারা গেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম এবিএস-সিবিএন জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক ও তার সহকারীও রয়েছেন।
প্রাচীন প্রাদেশিক সরকারের বরাত দিয়ে আঞ্চলিক সংবাদপত্র পানায় নিউজ জানিয়েছে, কেনিয়ার এক ব্যক্তিসহ গুরুতর আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ইলোইলো সিটির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জরুরী কর্মীরা জীবিতদের উদ্ধার করছে এবং খাদে পড়ে থাকা লোকজনের লাশ উদ্ধার করছে।
ফের আন্দামান সাগরে ভাসমান ৪০০ রোহিঙ্গাকে উদ্ধারের আহ্বান জাতিসংঘের
শিগগিরই উদ্ধারকাজ শুরু না করা হলে আন্দামান সাগরে ভাসমান ৪০০ রোহিঙ্গা মুসলমান মারা যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
সাধারণত বাংলাদেশের অস্বচ্ছল ও জনাকীর্ণ শরণার্থী শিবির থেকে অভিবাসনপ্রত্যাশী এসব রোহিঙ্গা মুসলমান ইঞ্জিনের নৌকায় চড়ে সাগর পাড়ি দেওয়ার চেষ্ট করে।
গত বছর থেকে খাদ্য রেশনে ঘাটতি এবং শিবিরের অভ্যন্তরে সহিংসতার কারণে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বেড়ে গেছে।
মঙ্গলবার ইউএনএইচসিআরের ব্যাংককভিত্তিক আঞ্চলিক মুখপাত্র বাবর বালোচ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, ‘এই হতাশ মানুষদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ না নিলে কমপক্ষে ৪০০ শিশু, নারী ও পুরুষ নিশ্চিতভাবে মারা পড়বে।’
তিনি বলেন, নৌকাগুলো বাংলাদেশ থেকে এসেছে এবং প্রায় দুই সপ্তাহ ধরে সমুদ্রে ভাসছে বলে জানা গেছে।
একটি নৌকার ক্যাপ্টেনের সঙ্গে এপির কথা হয়েছে।
মান নকিম নামের ওই ক্যাপ্টেন বলেন, তার নৌকায় ১৮০ থেকে ১৯০ জন রয়েছে। তাদের কাছে খাবার ও পানি নেই এবং ইঞ্জিন নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, সাহায্য না পেলে তার নৌকায় থাকা সবাই মারা পড়বে বলে ভয় পাচ্ছেন তিনি।
রবিবার নকিম বলেন, নৌকাটি থাইল্যান্ডের পশ্চিম উপকূল থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে ছিল।
সোমবার থাই নৌবাহিনীর একজন মুখপাত্র অবশ্য বলেছেন, তার কাছে নৌকাগুলো সম্পর্কে কোনো তথ্য নেই।
আঞ্চলিক মুখপাত্র বাবর বালোচ বলেছেন, ইন্দোনেশিয়ার উত্তরতম প্রদেশ আচেহ থেকে প্রায় একই দূরত্বে ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীবাহী আরেকটি নৌকা শনিবার সুমাত্রার উপকূলে সাবাং দ্বীপে অবতরণ করেছে। নৌকাটিতে ৫৮ জন শিশু, ৪৫ জন নারী এবং ৩৬ জন পুরুষ ছিল। গত মাসে আরও শতাধিক রোহিঙ্গা আচেহ এসেছে।
২০১৭ সালের আগস্ট মাসে কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম জাতিগত নিধনের হাত থেকে বাঁচতে বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা এবং হাজার হাজার রোহিঙ্গার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এবং তাদের কর্মকাণ্ড গণহত্যা কি না আন্তর্জাতিক আদালত তা বিবেচনা করছে।
সমুদ্রপথে শিবির ছেড়ে যাওয়া বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী কাজ পাওয়ার আশায় মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।
কারণ থাইল্যান্ড তাদের ফিরিয়ে দেয় বা আটক করে এবং আরেক মুসলিম-অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াও তাদের আটকে রাখে।
বালোচ বলেন, সমুদ্রে ভাসমান নৌকা দুটিকে সহায়তা না করা হলে বিশ্ব ‘আরেকটি ট্র্যাজেডির সাক্ষী হতে পারে, ২০২২ সালের ডিসেম্বরে যেমন হয়েছিল। সেসময় এই অঞ্চলের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর একটিতে ১৮০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছিল।’
সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন ২২ নভেম্বর এক প্রতিবেদনে বলেছে, আগের সপ্তাহে ৪৬৫জন রোহিঙ্গা শিশু নৌকায় করে ইন্দোনেশিয়ায় এসেছে এবং সমুদ্র পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৮০ শতাংশেরও বেশি বেড়েছে।
এতে বলা হয়েছে, এই বছর ৩ হাজার ৫৭০ জনেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশ ও মিয়ানমার ত্যাগ করেছে। ২০২২ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার। এই বছর ২২৫ রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়।
থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১৪
থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, রাজধানী ব্যাংকক থেকে দক্ষিণের সংখলা প্রদেশের দিকে যাওয়ার পথে প্রাচুয়াপ খিরি খান প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। ৪৯ জনকে বহনকারী বাসটি হাট ওয়ানাকর্ন জাতীয় উদ্যানের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
প্রাচুয়াপ খিরি খান প্রদেশ থাইল্যান্ড উপসাগর ও মিয়ানমার উপসাগরের মধ্যবর্তী একটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত।
হুয়ে ইয়াং পুলিশ স্টেশনের সুপারিনটেনডেন্ট উইরাপাট কেতেসা বলেন, ‘আমরা ধারণা করছি, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চালকের রক্ত পরীক্ষার ফলাফলের জন্য কর্মকর্তারা অপেক্ষা করছেন।’
তিনি আরও বলেন, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতদের অধিকাংশই থাই এবং কয়েকজন বার্মিজ।
সাওয়াং রুংরুয়েং রেসকিউ ফাউন্ডেশন জানিয়েছে, আহত ৩৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ফের নিহত ২
পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৯
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সোমবার (৪ ডিসেম্বর) ভারতের চেন্নাইয়ে ভারী বৃষ্টি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এবং পূর্বে ওড়িশার রাজ্য কর্তৃপক্ষ বন্যা মোকাবিলায় প্রস্তুত ছিল।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার (৫৬-৬২ মাইল) বেগে দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে।
আইএমডির প্রধান কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, মঙ্গলবার বিকালে অন্ধ্র প্রদেশের বাপটলার কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে মিগজাউম।
অন্ধ্র প্রদেশে সরকার সোমবার স্কুল বন্ধ করে দিয়েছে এবং তামিলনাড়ুর কর্তৃপক্ষ চার জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওড়িশার পূর্ব রাজ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে।
আরও পড়ুন: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ৩০
হিন্দু সংবাদপত্র জানিয়েছে, কর্মকর্তারা অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলীয় এবং নিচু গ্রাম থেকে প্রায় ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে, আরও ৭ হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরানোর নির্দেশ দিয়েছে।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে ভারী বৃষ্টিতে রাস্তা ও গাড়ি ডুবে গেছে এবং শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে। ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা শহরের নিচু এলাকার মানুষদের সরিয়ে নিচ্ছে।
রাজ্য সরকার শনিবার জানিয়েছে, নিজস্ব দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী মোতায়েন করেছে তারা। উপকূলীয় অঞ্চলে প্রায় ৫ হাজার ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেছেন, রাজ্য কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় মোকাবিলা করতে প্রস্তুত এবং জনসাধারণকে ঝড়ের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছেন।
আরও পড়ুন: ভারতের হরিয়ানায় বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ৪০
পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৯
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে জঙ্গিদের গুলিতে দুই সেনাসহ ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা আজমত শাহ জানান, শনিবার রাতে উত্তর গিলগিট বালতিস্তান অঞ্চলের কারাকোরাম হাইওয়েতে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: আন্দামান সাগরে দুর্ঘটনাকবলিত রোহিঙ্গাদের উদ্ধারে আঞ্চলিক উদ্যোগের আহ্বান ইউএনএইচসিআরের
তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে চীনের সংযোগ স্থাপনকারী মহাসড়ক এটি। এ ছাড়া এই মহাসড়কটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের মধ্য দিয়ে চলে গেছে। আগে পাকিস্তানি তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর উপস্থিতির কারণে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু ছিল এই এলাকা।
বাসটি যাত্রীদের নিয়ে গিলগিট থেকে রাওয়ালপিন্ডি শহরে যাচ্ছিল। এ সময় গুলি করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয় এবং আগুন লাগে। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় আলেম মুফতি শের জামানসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গিলগিট বালতিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শামস লোন এই ঘটনাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বলে অভিহিত করেছেন।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে গিলগিট বালতিস্তানের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না।’
গিলগিট বালতিস্তানের মুখ্যমন্ত্রী গুলবার খান জানিয়েছেন, হামলার ঘটনা খতিয়ে দেখতে এবং এর পেছনে যারা রয়েছে তাদের ধরতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। এদিকে রবিবার এক বিবৃতিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এই হামলার পেছনে তার দল জড়িত নয় বলে জানিয়েছেন।
টিটিপি একটি পৃথক গোষ্ঠী, তবে আফগান তালেবানের মিত্র। তারা গত ১৫ বছর ধরে পাকিস্তানে বিদ্রোহ চালিয়েছে।
আরও পড়ুন: ইমরান খানের পরিবর্তে পিটিআইয়ের নতুন প্রধান নির্বাচিত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ফের নিহত ২