ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও আটক করেছে র্যাব-২।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে র্যাব সদর দপ্তরের উপপরিচালক (মিডিয়া) মেজর মোহাম্মদ লুৎফুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আবদুল হান্নানকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। শনিবার দিবাগত মধ্যরাতে র্যাব-২-এর একটি বিশেষ দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আবদুল হান্নানকে গ্রেপ্তার করে।
মেজর লুৎফুল হাদি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আবদুল হান্নানের মালিকানাধীন মোটরসাইকেলটি ওসমান হাদির ওপর হামলায় ব্যবহার করা হয়েছিল। ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত এবং হামলার রহস্য উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানান।
শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
হাদিকে গুলি করা ব্যক্তিদের ধরতে এরই মধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাপিড অ্যানকশন ব্যাটালিয়নসহ (র্যাব) যৌথবাহিনী।