কক্সবাজারের চকরিয়ার প্যারাবনে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— চকরিয়া বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার মো. বশির, মো. শাহজাহান ও কলেজপাড়া এলাকার মো. কাজল।
ভুক্তভোগীর পরিবারের লোকজন জানান, রবিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সে বাঁশখালী থেকে ফিরছিল। এরপর বদরখালী বাজারে বাস থেকে নামার পর মহেশখালীগামী সিএনজিচালিত একটি অটোরিকশায় ওঠে। পথে বদরখালী সেতুতে অটোরিকশাটি নষ্ট হলে চালক তাকে নামিয়ে দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে প্যারাবনে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে বদরখালীর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে
কিশোরীর স্বজনরা জানান, শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও সে আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘এই ঘটনায় কিশোরীর পরিবার বাদী হয়ে একটি মামলা করেছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’