করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিদের দুজন নারী ও একজন পুরুষ। তাদের একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এবং তৃতীয় জনের বয়স ৯১ থেকে ১০০ বছর। তাদের একজন সরকারি হাসপাতালে ও অপর দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগতির মধ্যে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২
ঢাকায় একজন ও চট্টগ্রামে দুজন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।