রাজধানীর জাতীয় প্রেসক্লাব মোড়ে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু ইসলাম ঢাকার চকবাজারের ঈদগাহ মাঠ এলাকার ইসলামবাগের আলাউদ্দিন খলাশির ছেলে।
নিহতের বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে মোটরসাইকেলে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক সেন্টুকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
পরে রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।