নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই আদেশ দেন।
আরও পড়ুন: পৃথক ৮ মামলায় আনিসুল হকসহ গ্রেপ্তার ৯
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘আশিক হত্যা মামলায় আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আশিক মিয়া। এ ঘটনায় তার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আনিসুল হকসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।