আজ রবিবার, ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী মুহাররম মাসের ১০ তারিখ। এই দিনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান আশুরা।
হিজরি ৬১ অব্দে সংঘটিত কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে এই দিনটি পালিত হয়। এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) পরিবার-পরিজন ও ৭২ সঙ্গীসহ ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন; প্রিয় নবীর (সা.) শিক্ষা ও আদর্শ রক্ষায় তাদের এ আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে।
এই উপলক্ষে আজ (৬ জুলাই) দেশে সরকারি ছুটি।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি বকশীবাজার লেন, লালবাগ মোড়, শহিদ মিনার সড়ক, এতিমখানা মোড়, আজিমপুর মোড়, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমণ্ডি আবাসিক এলাকা, বিজিবি গেট-৪ হয়ে ধানমণ্ডি লেক কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।