নাটোর শহরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (২০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী শহিদুল নিহত হন। তিনি লালপুর উপজেলার আব্দুলপুরের বাসিন্দা ছিলেন। এ ছাড়া প্রাণ গেছে অটোরিকশাচালক বাবুর। বাবু নাটোর সদরের পন্ডিতগ্রামের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: মিরসরাইয়ে রেললাইনে বসে আড্ডা: ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ বন্ধুর
ঝলমলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট লুৎফুন্নাহার লতা জানান, আজ বিকালে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বিরপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শহিদুল নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে অটোরিকশাচালক বাবুর মৃত্যু হয়।