সংস্কার ও পুনর্গঠনের এই সময়ে বাংলাদেশ তার বিপুল সম্ভাবনা অর্জন করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জামার্নির নতুন রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তার স্ত্রী ইভানা লোটজও সঙ্গে ছিলেন।
সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জার্মান দূতাবাস।
রাষ্ট্রদূত বলেন, জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই পথ আমরা একসঙ্গে চলতে থাকব।
তিনি আরও বলেন, বাংলাদেশের আতিথেয়তার মূলে রয়েছে আস্থা, উদারতা এবং অন্যের প্রতি দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক।
আরও পড়ুন: বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ