২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।
সোমবার (২ জুন) নতুন অর্থবছরের সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উত্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করছি। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম।’
এছাড়া আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। বলেন, ‘তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করতে এ উৎসবের আয়োজন করা হবে।’
দেশের তরুণ জনগোষ্ঠীকে অভ্যন্তরীণ ও বৈদেশিক শ্রমবাজারের জন্য যুগপোযুগী করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ ও বিশ্বমানের কারিগরি সনদের ব্যবস্থা করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, প্রশিক্ষণের পর তরুণদের চাকরি নিশ্চিতে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র স্থাপন কার্যক্রম চলমান আছে।
প্রসঙ্গত, প্রায় দেড় যুগ আগে গভর্নর থাকা সালেহ উদ্দিন আহমেদের এটি প্রথম বাজেট। বাস্তবতার সঙ্গে মিল রাখতেই ঘাটতি কমিয়ে বাজেটের আকার ছোটো রাখার কথা বলেছেন তিনি। উপদেষ্টা বলেছেন, আন্দোলনের ডামাডোলের মধ্যে নতুন বাজেটে স্বল্প আয়ের মানুষকে ‘স্বস্তি’ দেওয়ার চেষ্টার পরিকল্পনা থাকছে বাজেটে।
আরও পড়ুন: বাজেটে: বাড়ছে ভাতা, টিসিবির আওতায় আরও ৫ লাখ পরিবার
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।
সংসদ না থাকায় আগামী ৩০ জুন রাষ্ট্রপতি বাজেট অধ্যাদেশে সই করবেন, ১ জুলাই কার্যকর হবে নতুন বাজেট। তবে বাজেটের অনেক অংশ, বিশেষ করে ট্যাক্স ও কাস্টমস সংক্রান্ত বিষয়গুলো ২ জুন উপস্থাপনের দিন থেকেই কার্যকর হবে।