সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান দিয়ে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এ সময় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস-৫ এবং বাছাইকৃত ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৭ পয়েন্ট।
আজ দিনের শুরুতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। ২৩৩টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত আছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে ১৬০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে জুনের সর্বোচ্চ লেনদেন আজ, সূচকের বড় উত্থান
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট।
সেখানে প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ৯৩টি কোম্পানির মধ্যে ৫৪টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২০টির এবং অপরিবর্তিত আছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
দিনের শুরুতে চট্টগ্রামে লেনদেন ছাড়িয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা।