গাজায় চলমান ইসরায়েলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের বাইরে একটি তাঁবুতে হামলা চালালে তারা নিহত হন।
আলনজাজিরার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহত সাংবাদিকরা হলেন— সংবাদদাতা আনাস আল-শরিফ ও মোহাম্মেদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মেদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া। এ হামলায় পাঁচ সাংবাদিকসহ মোট সাতজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
হামলার সময় তারা হাসপাতালের মূল গেইটের কাছে সাংবাদিকদের জন্য তৈরি করা একটি তাঁবুতে অবস্থান করছিলেন বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।
এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়েছে, এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি ছিলো প্রেস ফ্রিডমের ওপর আরেকটি স্পষ্ট ও পূর্বপরিকল্পিত হামলা।
এই হামলার কিছুক্ষণ পরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সাংবাদিক আনাস আল-শরিফকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ওই সাংবাদিক হামাসের সন্ত্রাসী সেলের প্রধান হয়ে কাজ করতেন বলে দাবি করেছে তারা। এমনকি তিনি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর রকেট হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত
এদিকে সাংবাদিকদের ওপরে হামলার ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে) বলেছে, আল-শরীফের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল।
সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বিবিসিকে বলেন, ইসরোয়েলের বহু পুরনো কৌশল এটি। যখনই তারা কোনো সাংবাদিককে হত্যা করে, এরপর দাবি তোলে ওই সাংবাদিক সন্ত্রাসী ছিলেন। যদিও এসব দাবির পক্ষে খুব কমই প্রমাণ হাজির করে তারা।
আল-জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াওয়াদ বলেন, আল-শরীফ একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। গাজা উপত্যকায় যা ঘটছে, তা বিশ্ববাসীর জানার জন্য একমাত্র কণ্ঠস্বর ছিলেন তিনি।
যুদ্ধ চলাকালীন সময়ে আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশ করে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের অনুমতি দেয়নি ইসরায়েল। ফলে অনেক গণমাধ্যমই স্থানীয় সাংবাদিকদের ওপর নির্ভর করতে বাধ্য হয়েছে।
মোয়াওয়াদ জানান, তারা তাদের তাঁবুতেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তারা যুদ্ধক্ষেত্র থেকে কাভার করছিলেন না।
তিনি আরও বলেন, বাস্তবতা হলো গাজার ভেতর থেকে যে কোনো চ্যানেলের সংবাদ পরিবেশন বন্ধ করে দিতে চায় ইসরায়েলি সরকার।
নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্সে (সাবেক টুইটার) আল-শরীফ লিখেছেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। তার শেষ ভিডিওতে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অন্ধকার আকাশ মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে।
বিবিসির যাচাই করে নিশ্চিত করা হামলার পরের দুটি ভয়াবহ ভিডিওতে দেখা যায়, নিহতদের মরদেহ বহন করছেন কয়েকজন।
কারও কারও মুখে শোনা যায় কুরেইকেহ-এর নাম। আর একজন মিডিয়া ভেস্ট পরা ব্যক্তি বলেন, মৃতদেহগুলোর একটি আল-শরীফের।
আরও পড়ুন: শাসক পরিবর্তনে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল: নেতানিয়াহু
এর আগেও গাজায় আল-জাজিরার সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে তারার হামাসের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন। গত বছরের আগস্টে নিজ গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন সাংবাদিক আল গোল।
সিপিজের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। গত মাসে গাজায় কর্মরত সাংবাদিকদের ব্যাপারে চরম উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দেয় বিবিসি, রয়টার্স, এপি ও এএফপি।