একদিকে সূচকের বড় উত্থান, অন্যদিকে লেনদেনের রেকর্ড। সব মিলিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনের শুরু থেকে ডিএসইতে শেয়ার এবং ইউনিট লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। দুপুর ১২টা পার হওয়ার আগে লেনদেন ছাড়ায় ৫০০ কোটি টাকা। সবশেষে লেনদেন দাঁড়ায় ১০৬৩ কোটি টাকায়।
লেনদেন বৃদ্ধির পাশাপাশি ডিএসইতে বেড়েছে সবকটি সূচকও। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯১ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৬ এবং বাছাইকৃত ব্লুচিপ কোম্পানির ডিএস-৩০ বেড়েছে ৪৮ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। ১৫০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১৬৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।
সূচক বাড়লেও ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড— ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী। তবে লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ১০১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৮২ কোম্পানির। অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির ৩০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। খান ব্রাদার্স সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
পড়ুন: সিটি করপোরেশন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ
৯ দশমিক ৯০ শতাংশ দাম বেড়ে ঢাকার বাজারে শীর্ষে আছে ট্রাস্ট ব্যাংক এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে মিডল্যান্ড ব্যাংক।
চট্টগ্রামেও উত্থান
ঢাকার মতোই সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ২৮১ পয়েন্ট।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৭ কোম্পানির, কমেছে ৮৭ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে সিএসইতে ১১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২৩ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ডিবিএইচ ফাইন্যান্স এবং ডিএসসির মতো সিএসইতেও ৮ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে মিডল্যান্ড ব্যাংক।