ঢাকার পুঁজিবাজার
ঢাকার পুঁজিবাজারে হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন
একদিকে সূচকের বড় উত্থান, অন্যদিকে লেনদেনের রেকর্ড। সব মিলিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনের শুরু থেকে ডিএসইতে শেয়ার এবং ইউনিট লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। দুপুর ১২টা পার হওয়ার আগে লেনদেন ছাড়ায় ৫০০ কোটি টাকা। সবশেষে লেনদেন দাঁড়ায় ১০৬৩ কোটি টাকায়।
লেনদেন বৃদ্ধির পাশাপাশি ডিএসইতে বেড়েছে সবকটি সূচকও। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯১ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৬ এবং বাছাইকৃত ব্লুচিপ কোম্পানির ডিএস-৩০ বেড়েছে ৪৮ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। ১৫০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১৬৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।
সূচক বাড়লেও ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড— ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী। তবে লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ১০১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৮২ কোম্পানির। অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির ৩০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। খান ব্রাদার্স সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
পড়ুন: সিটি করপোরেশন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ
৯ দশমিক ৯০ শতাংশ দাম বেড়ে ঢাকার বাজারে শীর্ষে আছে ট্রাস্ট ব্যাংক এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে মিডল্যান্ড ব্যাংক।
চট্টগ্রামেও উত্থান
ঢাকার মতোই সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ২৮১ পয়েন্ট।সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৭ কোম্পানির, কমেছে ৮৭ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে সিএসইতে ১১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২৩ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ডিবিএইচ ফাইন্যান্স এবং ডিএসসির মতো সিএসইতেও ৮ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে মিডল্যান্ড ব্যাংক।
১২৬ দিন আগে
লেনদেনের প্রথমার্ধে ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে ঢাকার বাজারে, কমেছে চট্টগ্রামে। ঢাকায় বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও দাম কমেছে চট্টগ্রামে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৪ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৩ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৬৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৩১টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৯৬টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম দুই ঘণ্টায় ঢাকার বাজারে ৩৫০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন: সূচকের উত্থানে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে
অন্যদিকে, ঢাকার বাজারে বাড়লেও সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সেখানে নেতিবাচকের ঘরে আছে সার্বিক সূচক, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
চট্টগ্রামে লেনদেনে অংশ নেওয়া ১৫১টি কোম্পানির মধ্যে ৫৬টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৬টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
১৩৬ দিন আগে
ঢিমেতালে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনে আসেনি তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন। প্রধান সূচক নেতিবাচকের ঘরে থাকলেও তা এক পয়েন্টের নিচে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স রোববার (২৬ ফেব্রুয়ারি) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় অবস্থান করছে শূন্যের ঘরে।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসইএস শূন্যের ঘরে থাকলেও বাছাইকৃত শেয়ার বুল-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৪ পয়েন্ট।
ডিএসইতে দাম বেড়েছে ১৬২ কোম্পানির, বিপরীতে দাম কমেছে ১৪৮ এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: রেকর্ড লেনদেন পুঁজিবাজারে, সাড়ে তিন মাসে সর্বোচ্চ
প্রথম দুই ঘণ্টায় ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়েছে ১৮০ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।
সকাল থেকে লেনদেনে অংশ নেয়া ১১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯, কমেছে ৪৬ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথমার্ধে লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।
২৮২ দিন আগে
সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় কার্যদিবসের লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট।
বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ৭ পয়েন্ট এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৫ পয়েন্ট।
আরও পড়ুন: উত্থান দিয়ে সপ্তাহ শুরু দেশের পুঁজিবাজারে
লেনদেনের শুরুতেই দাম বেড়েছে ২৭২ কোম্পানির, কমেছে ২৭ এবং অপরিবর্তিত আছে ৫০ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে মোট ৮০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
তবে কিছুটা সূচক কমেছে চট্টগ্রামের বাজারে। লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১ পয়েন্ট।
লেনদেন হওয়া ৪০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫, কমেছে ৮ এবং অপরিবর্তিত আছে ৭ কোম্পানির শেয়ারের দাম। শুরুতেই মোট শেয়ার এবং ইউনিটের লেনদেন ছাড়িয়েছে ২৫ লাখ টাকা।
আরও পড়ুন: প্রথম কার্যদিবসে উত্থান দিয়ে লেনদেন শুরু পুঁজিবাজারে
৩০৫ দিন আগে
প্রথম ঘণ্টার লেনদেনে সূচক কমেছে ঢাকায়, বেড়েছে চট্টগ্রামে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচক কমলেও বেড়েছে চট্টগ্রামে। তবে দুই বাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
বুধবার (২৯ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৬ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৩ পয়েন্ট।
আরও পড়ুন: পুঁজিবাজারে বিশেষ বিনিয়োগের পরিমাণ ও সময়সীমা বাড়াতে গভর্নরকে চিঠি
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭, কমেছে ১৫১ এবং অপরিবর্তিত আছে ৯৯ কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫ পয়েন্ট।
সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯, কমেছে ২৪ এবং অপরিবর্তিত আছে ৬ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: টানা পতনের মুখে পুঁজিবাজার, তিন দিনে সূচক কমেছে ৪০ পয়েন্ট
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫ লাখ টাকা।
৩১০ দিন আগে
প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন হয়েছে। সূচক কমলেও বেশিরভাগ কোম্পানি এগিয়ে আছে দাম বাড়ার তালিকায়।
সোমবার (২৭ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট।
আরও পড়ুন: প্রথম কার্যদিবসে বড় পতনের মুখে দেশের দুই পুঁজিবাজার
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪, কমেছে ১১৬ এবং অপরিবর্তিত আছে ৯৩ কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সামান্য সূচক বেড়েছে চট্টগ্রাম পুঁজিবাজারের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১ পয়েন্ট।
সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০, কমেছে ১৮ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারের লেনদেন শুরু পতন দিয়ে
৩১২ দিন আগে
দিনের শুরুতে ঊর্ধ্বমুখী তিন সূচক, কোম্পানির দামও বাড়তি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে বেড়েছে তিনটি সূচকই। এর পাশাপাশি দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।সোমবার (২০ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট।বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট করে।প্রথম ঘণ্টায় পেরুতেই ডিএসইতে লেনদেন হয়েছে ১৬০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৫, কমেছে ৭৭ এবং অপরিবর্তিত আছে ৬২ কোম্পানির শেয়ারের দাম।এদিকে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪, কমেছে ২৭ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম।প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ লাখ ৪২ হাজার টাকা।
৩১৯ দিন আগে
পুঁজিবাজারে টানা চার দিন সূচকের পতন
লেনদেন বাড়লেও টানা চার দিনের মতো সূচকের পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে।
বুধবার (১৫ জানুয়ারি) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট। বাকি দুই সূচক ব্লুচিপ ডিএস-৩০ কমেছে ৬ এবং শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ১ পয়েন্ট।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫ কোম্পানির এবং কমেছে ১৮২টির। দাম অপরিবর্তীত ছিল ৬৯ কোম্পানির।
সূচক কমলেও গতদিনের থেকে লেনদেন বেড়েছে ৫৫ কোটি টাকা। ১ লাখ ৪৩ হাজার শেয়ার ১৬ কোটি ৯০ লাখ বার হাতবদলে হয়ে মোট লেনদেন হয়েছে ৪০৬ কোটি টাকা।
লেনদেন হওয়া এ ক্যাটাগরির ২১৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪ কোম্পানির, কমেছে ১২৭ এবং অপরিবর্তিত ছিল ৩৬ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই সূচকের পতন
বি ক্যাটাগরির ৮৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১ কোম্পানির, কমেছে ৩৫ এবং অপরিবর্তীত ছিল ১৩ কোম্পানির শেয়ারের দাম।
জেড ক্যাটাগরিতে ৮৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭, কমেছে ১৯ এবং অপরিবর্তিত ছিল ১৯ কোম্পানির শেয়ারের দাম।
মঙ্গলবার ডিএসই তালিকাভুক্ত দুই কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। জিপিএইচ ইস্পাত এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস ২০২৪ সালে শেয়ার বিনিয়োগের বিপরীতে ১০ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে।
এদিকে তিন কোম্পানিকে এ ক্যটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক এবং সি-পার্ল বিচ রিসোর্ট ক্যাটাগরি হারিয়ে অবস্থান করছে জেডে।
ডিএসই এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেয়ার নির্দেশ দিয়েছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট কোম্পানিগুলোকে।
আরও পড়ুন: উত্থানে শুরু হলেও শেষমেশ আবারও পতন পুঁজিবাজারে
পতনের ধারা বজায় আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট। ১৯৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির।
৩২৩ দিন আগে