অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলস পার্ক মাঠে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয় উপলক্ষে আয়োজন করা হয়েছিল ওই উৎসবের।
ট্রফি প্রদর্শন ও টিমের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সেখানে মিউজিক কনসার্ট হওয়ার কথা ছিল, তবে লাখো জনতার ভিড় সামলাতে অব্যবস্থাপনা আর পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় শেষপর্যন্ত কিছুই হয়নি।
পরে বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহির্প্রকাশের মধ্য দিয়ে পণ্ড হয়ে যায় সব। এ সময় আহত হন অন্তত ১০ জন।
স্থানীয়রা জানান, বিকাল পৌনে ৪টার দিকে ট্রফিসহ ফরচুন বরিশাল টিম ও টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তার কারণে ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করার সঙ্গে সঙ্গে ক্ষেপে যায় উপস্থিত জনতা। শুরু হয় মঞ্চ লক্ষ করে জুতা ও চেয়ার নিক্ষেপ। এ সময় নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান টিমের খেলোয়াড়সহ কর্মকর্তারা।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলে ছাত্রদল-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ ছিল সকলের। একই সঙ্গে সুন্দর একটি আয়োজন পণ্ড হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের মধ্যে।
অবশ্য এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি আয়োজক কিংবা প্রশাসনের কেউ।
এ সময় মঞ্চে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মোয়াজ্জেম হোসাইন ও রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমসহ উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।