এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি ধারালো চাকু, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন মাজেদ হোসেন, জাবেদ, মাছুম মন্ডল ও জিয়া মিয়া। তারা সড়ক পথে গাড়ি নিয়ে ছিনতাইকারি চক্রের সদস্য।
আরও পড়ুন; সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
র্যাব ৪ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এ চক্রের ৫-৬ জন সদস্য দলবদ্ধ হয়ে সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্নস্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করতো এবং বিশেষ ক্ষেত্রে যারা জোড়াজোড়ি করতো সে সব ভুক্তভোগীকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করতো।
র্যাব জানায়, একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি আটক
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ছিনতাইকারীদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে সাদা পোশাকে ছিনতাইয়ের সময় পুলিশের ৩ সদস্য আটক