ঈদের আনন্দ ভাগ করে নিতে উপহার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গী হয়েছিলেন তারই দুই ভাই। তবে সড়ক দুর্ঘটনায় উৎসবের আগে শোকের ছায়া নেমে এলো তাদের পরিবারে।
ঘটনাটি বরগুনার। জেলার পাথরঘাটা উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী তিন সহোদর নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমুজ্জামান শুভ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিহত হন। সঙ্গে প্রাণ যায় তার দুই ভাই শান্ত ও নাদিমের। তারা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
এর ফলে নাসির খানের চার ছেলের মধ্যে তিনজনেরই প্রাণ কেড়ে নিল একটি সড়ক দুর্ঘটনা। এর আগে অপর ছেলেটিও ছোটবেলায় পানিতে ডুবে মারা যায় বলে জানান তার পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, নতুন পোশাক নিয়ে তিন ভাই শুভ, শান্ত ও নাদিম মোটরসাইকেল করে শুভর চাচা শ্বশুরের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে রাজিব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।’