পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে কুড়িগ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আনোয়ার হোসেন ও শারমিন আক্তার নামের এক দম্পতি। কিন্তু বিধিবাম, সড়কেই প্রাণ ঝড়ল তাদের। বাড়ি ফিরলেন বটে, তবে লাশ হয়ে।
বৃহস্পতিবার (৫ জুন) গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় তারা দুজন নিহত হয়েছেন। পরে এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
এদিন রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে এই দম্পতিরা ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি কুড়িগ্রাম ফিরছিলেন বলে জানা গেছে।
নিহত মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার গার্মেন্টসে চাকুরি করতেন।
স্থানীয়রা জানান, চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার মহাসড়কের পশ্চিম পাশে রাবারের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আরোহী স্বামী-স্ত্রী ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে পিছনে থাকা ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে ঘাতক ট্রাকটিকে জব্দ করে স্থানীয়রা।
আরও পড়ুন: গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২৫
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক বিভাজক অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, লাশ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। অভিযুক্ত ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান।