কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইতি খাতুন (৩০) ও তার ছেলে আফনাফ ইব্রাহিম (৩)। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের সিদ্দিকী আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে আব্দুল কাদের সিদ্দিকী শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে পৌঁছালে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। আহত হন আব্দুল কাদের।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক হোসেন ইমাম বলেন, ‘একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।’
চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত একজনকে উদ্ধার করে আগেই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।’