ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও সামিয়া (০৯) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মৃতরা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।
শনিবার (৩১ মে) উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, শুক্রবার বিকালে সংস্তার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। দুই দিনের টানা বৃষ্টিতে খালে পানি বাড়ার পাশাপাশি স্রোত তৈরি হয়।
তিনি বলেন, ‘এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে খালে দুই বোনের লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।