গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে শাপলা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের সময় এ ঘটনা ঘটে।
এ সময় ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোপালপুরে একটি গাছ ভেঙে প্রায় ১৪ ঘন্টা যানবাগন চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে ঝড় শুরু হয়। ১০ মিনিটের এই ঝড়ে ঘর-বাড়ি ফসল ও গাছপালার বেশ ক্ষতি হয়। ঝড়ে উপজেলা দুটির অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা: প্রতিবেদন ফের পিছিয়ে ২ জুলাই
এ সময় গোবিন্দগঞ্জের রাখাল বুরুজ ইউনিয়নের পীরপল বাজারের একটি চায়ের দোকানের ওপর বট গাছ ভেঙে পরলে দোকানের মালিক খোকা মিয়ার স্ত্রী শাপলা বেগম ঘটনাস্থলেই মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।