গাজীপুরে আওয়ামী লীগের সকল প্রকার চিহ্ন মুছে দিতে বিভিন্ন স্থাপনা ও নেতা কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর সময়ে আওয়ামী লীগের কর্মীদের হামলার স্বীকার হয়েছেন একদল ছাত্র-জনতা। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর শহরের দক্ষিণখান এলাকায় ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালাতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুদ্ধ ছাত্র-জনতার উপর চড়াও হয় এবং মারধর করেন।
আরও পড়ুন: সম্পত্তিতে হামলা চালালে ফ্যাসিবাদীরা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের সুযোগ পাবে: প্রধান উপদেষ্টা
এতে অনেকেই আহত হন। পরে তাদের চিকিৎকার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলার ঘটনা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, ওই ঘটনা সংশ্লিষ্ট আরও তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।