সিলেটের গোলাপগঞ্জে একটি জঙ্গল থেকে মো. মঞ্জুর আহমদ (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।
বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানার পুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে ৩টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: সিলেটে কলেজ শিক্ষার্থী তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মঞ্জুর আত্মহত্যা করে থাকতে পারেন। লাশটিতে পচন ধরেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।
তিনি আরও জানান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা প্রথমে লাশটির খবর জানতে পারেন।