ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে নারীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়ির ঘর থেকে এক নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার খয়রাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- রহনপুর উপজেলার খয়রাবাদ এলাকার মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি খাতুন (২৪) ও শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে রাকিব (২৮)।
টুশি খাতুন ও রাকিব অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা ঘরের জানালা দিয়ে দেখে যে টুশি ও রাকিব দুজনেই গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। পরে তারা পুলিশে খবন দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৪৪ দিন আগে
রাজশাহীতে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী নগরীর একটি ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
৬৬ দিন আগে
কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় ভাড়া বাসা থেকে রুবিনা খাতুন নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদস্যে রুবিনা খাতুন(২৮) কুষ্টিয়া আদালতে জিআরও অফিসে কর্মরত ছিলেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রুবিনা খাতুন মেহেরপুরের মুজিবনগর থানার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে। একই থানার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে আলাল শেখ (৩০) তার স্বামী বলে জানা গেছে।
আরও পড়ুন: ভালুকায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পুলিশ সদস্য রুবিনা। ছেলে-মেয়েরা নানা বাড়িতে বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী দুইজনেই বাড়িতে ছিলেন। সারাদিন সহকর্মীরা রুবিনাকে ফোন দিয়ে না পেয়ে পাশের ফ্লাটের পরিচিত এক প্রতিবেশীকে ব্যাপারটি জানায়।
এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানায় সহকর্মীদের ফোন ধরছে না রুবিনা। তখন রুবিনার স্বামী আলাল জানায় শারিরীকভাবে অসুস্থ থাকায় সকাল থেকে সে রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছে। সন্ধ্যায় এ ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রুবিনাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর নিশ্চিত হয়ে বলা যাবে। তারপরও সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।’
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
৮৩ দিন আগে
ভালুকায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার জমিরদিয়া মাষ্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সাগর ইসলাম (২২) এবং তার স্ত্রী নূপুর (১৯)। সাগরের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায় ও নূপুরের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তারা স্থানীয় ক্রাউন ফেক্টরির শ্রমিক বলে জানা গেছে।
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, প্রেম করে বিয়ে করেছিলেন পোশাক শ্রমিক সাগর ইসলাম ও নূপুর বেগম। কিন্তু তাদের প্রেমের বিয়ে মেনে নিতে পারেনি পরিবার। তারা ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় থেকে দুজনে পোশাক কারখানায় কাজ করতেন। বুধবার একই সঙ্গে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনে পোশাক কারখানায় কাজ করতেন। তারা প্রেম করে বিয়ে করলেও পরিবার তা মানতে পারেনি। বুধবার প্রতিবেশীরা দুজনকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখে রাত ৯টার দিকে পুলিশকে খবর দেয়। আমরা রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। দুটি লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো আলামত পাওয়া যায়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
৯৬ দিন আগে
মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুর সরকারি কলেজের পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত (আনুমানিক বয়স ৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
রবিবার (২০ অক্টোবর) দুপুর ২টায় মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগানের মাঝখানে একটি আমগাছের ডালের সঙ্গে ঝোলানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা ৪ থেকে ৫ দিন আগে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি পেঁচিয়ে আম গাছের একটি ডালের সঙ্গে ঝোলানো অবস্থায় দেখা যায়। তার পরা লুঙ্গিটিও গলায় জড়ানো ছিল। ধারণা করা যাচ্ছে তাকে হত্যা করে আমগাছের ডালের সঙ্গে রেখে গেছে দুর্বৃত্তরা। পূজার টানা কয়েকদিনের ছুটি শেষে রবিবার কলেজটি খোলা হয়েছে। এই ক’দিন নির্জন থাকায় এই ঘটনা ঘটতে পারে।
তার শরীরের অসংখ্য পোকা লাগায় চেনার কোনো অবস্থা নেই বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে উৎকট দুর্গন্ধ বের হলে মানুষজন সেখানে যায়। পরে বাগানের মাঝখানের একটি আম গাছের একটি ডালের সাথে রশির সাথে ঝোলানো অর্ধবসা অবস্থায় মরদেহ দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে সুরোতহাল শেষে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট শেষে বলা যাবে।
আরও পড়ুন: কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
১৪৯ দিন আগে
মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জে গাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৫টায় জেলা পৌরসভার পূর্বদাশড়া এলাকার কাটাখালী ব্রিজের উত্তর পাশের খালপাড়ের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক বয়স ৪৫ হবে। পুলিশ তার নাম-পরিচয় জানাতে পারেনি।
আরও পড়ুন: রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, কাটাখালী ব্রিজের উত্তর পাশের খালপাড়ে প্রতিনিয়ত মাদকাসক্ত বখাটেদের আড্ডা বসে। জায়গাটা অনেকটা নির্জন থাকায় এখানে প্রতিদিন মাদকের আড্ডা বসে।
মানিকগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবলু জানান, পৌরসভার পূর্বদাশড়া এলাকার খালের উত্তর পাড়ের একটি গাছে গামছা দিয়ে বাঁধা একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বিকাল ৫টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এসআই।
আরও পড়ুন: কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
১৫৬ দিন আগে
রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির পাশের আমগাছ থেকে আবুল হোসেন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের দুই ছেলেসন্তান রয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া-কলহ লেগেই থাকত আবুল হোসেনের। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। রবিবার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলতে দেখা যায় আবুল হোসেনকে।
আরও পড়ুন: লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
১৫৬ দিন আগে
লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমনিরহাটের কালীগঞ্জে আরফিনা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের কিসমত এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরফিনা বেগম (২৩) ওই এলাকার সম্রাট মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্বামী সম্রাট মিয়ার সঙ্গে স্ত্রী আরফিনা বেগমের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতাহাতি হলে আরফিনা বেগম অন্য ঘরে চলে যান। সকালে তার স্বামী বাহিরে চলে গেলে পরিবারের লোকজন আরফিনা বেগমকে ডাকাডাকি করেন। পরে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন।
আরও পড়ুন: রাজধানীর খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
দুপুরে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠায় পুলিশ। এদিকে এ ঘটনার পর থেকে আরফিনার স্বামী সম্রাট মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। লাশটি লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: বরিশালে ভূমি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
১৫৯ দিন আগে
রাজধানীর খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় একটি বাসা থেকে ফারহান আহসান চৌধুরী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের দাবি।
নিহত ফারহান জবির নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, ফারহান খিলগাঁও থানার ছয় নম্বর উত্তর গোড়ানে একটি সাততলা বাসার ছয় তলায় থাকতেন।
আরও পড়ুন: বরিশালে ভূমি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
ফারহানের মামা ফাহিম ফয়সাল বলেন, ‘আমার ভাগ্নে জবির নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বিকাল সাড়ে ৪টার দিকে বাসায় এসে রুমের দরজা বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। এরপর ভেতরে ঢুকে দেখি সে প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। অচেতন অবস্থায় ফারহানকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘কী কারণে আমার ভাগ্নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। এর পেছনে কী কারণ থাকতে পারে তা আমরা জানি না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘খিলগাঁও এলাকা থেকে জবি শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। নিহতের পরিবার দাবি করে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।’
এ বিষয়ে জবির নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশন বলেন, ‘ফারহান খুব ভালো ছেলে। তার মৃত্যুর বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানি না। আমি ফারহানের মায়ের সঙ্গে কথা বলেছি। তবে তার মা অসুস্থ ছিল বলে জানতে পেরেছি।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
১৬০ দিন আগে
বরিশালে ভূমি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জে ভূমি অফিসের নিজ কক্ষ থেকে ভূমি কর্মকতা জসীম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জসীম উদ্দিন খান গত চার বছর ধরে ভূমি অফিসের সার্ভেয়ার হিসেবে দায়িত্বে ছিলেন।
নৈশ প্রহরী নিখিল জানান, রাত ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। খাবার নিয়ে এসে কক্ষের ভেতর থেকে আটকানো পেয়ে ডাকাডাকি শুরু করেন। অনেকক্ষণ ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএসসির জাহাজে আগুন: ১ জনের লাশ উদ্ধার
স্থানীয়দের ধারণা ভূমি কর্মকর্তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘মৃতের বয়স আনুমানিক পঞ্চাশ বছর। স্থানীয়রা প্রথম টের পেয়ে আমাদের খবর দিলে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে। রুমের দরজা ভেঙে ভিতর থেকে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, ভূমি কর্মকর্তার লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শ্রীনগরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
১৬২ দিন আগে