চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে আবু জাফর মুন্না নামে এক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাটি ঘটে। এরপর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন প্রবেশের সময় কদমতলী রেললাইনে পা পিছলে পড়ে গেলে ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।’