নরসিংদীর পলাশে দেয়াল ধসে আব্দুস সাত্তার নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মে) বিকালে উপজেলার ডাংগা ইউনিয়নের ফকিরা মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত সাত্তার (৩০) ওই ইউনিয়নের হাসনহাটা গ্রামের ওমর আলীর ছেলে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার: সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, ‘সাত্তার রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় ফকিরা মোড় এলাকায় হঠাৎ প্রায় তিনশ বছরের পুরনো একটি দেওয়াল ধসে তার ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।’
তিনি জানান, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।