নীলফামারীর উত্তরা ইপিজেডে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (২৩) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের বাসিন্দা।
নীলফামারী থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ছয় তলা নির্মানাধীন ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে ছাদ থেকে পড়ে মাথা ও বুকে আঘাত পায় বেলাল।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ফুটবলার নিহত
সঙ্গে সঙ্গে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভতি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
নীলমারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’