ঢাকার পুরানা পল্টন এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে পুরানা পল্টন এলাকার জামান টাওয়ারে আগুন লাগার খবর পান তারা।
আরও পড়ুন: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হলেও নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৮টার দিক থেকে ডাম্পিংয়ের কাজ চলছে।
অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ভবন থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।